আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে ৬ কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ

বৃহস্পতিবার সকালে ওই ঘটনার পর চৌগাছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

এছাড়া ঝিকরগাছা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ব্যালট ছিনতাইয়ের চেষ্টার মধ্যে পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

যশোর সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন জানান, এজেন্টদের বের করে দেয়া হচ্ছে এমন অভিযোগ নিয়ে চৌগাছা উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম চৌগাছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস এম হাবিবের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

এ সময় আওয়ামী লীগ কর্মীরা জহুরুল ইসলামকে পিটিয়ে আহত করে।

এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন একাত্তর টেলিভিশনের যশোর প্রতিনিধি ফরহাদ, প্রথম আলোর আলোকচিত্রী এহসান মিথুন, সময় টেলিভিশনের জুয়েল মৃধা ও স্থানীয় সমাজের কথার আলোকচিত্রী পরাগ।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।  

সহকারী পুলিশ সুপার জানান, পরাগ ও জহুরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থকরা দুই সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিলেও পুলিশ সেগুলো উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে।  

ওই কেন্দ্রে ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি।

খবর পেয়ে যশোর সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন ঘটনাস্থলে আসেন।

তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে ঝিকরগাছা উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলামের কর্মীরা কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয় ও কায়েমকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম ছিনিয়ে নিতে গেলে সকাল সাড়ে ১০টার দিকে ওই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়।

কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, কয়েকশ লোক লাঠিসোঁটা নিয়ে তার কন্দ্রে হামলা চালায়।

এদিকে মনিরুল ইসলামের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুছা মাহামুদের কর্মীদের সংঘর্ষে পাকড়া ইউনিয়নের খোসখালী কেন্দ্র ও গঙ্গানান্দপুর ইউনিয়নের আটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

উপজেলার সহকারী রিটার্নিং কর্মকরর্তা আজমল হক জানান, দুই প্রার্থীর কর্মীদের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার কারণে ঝিকরগাছা পৌর এলাকার দারুল উলুম দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রেও আপাতত ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।