সবাইকে সালাম জানিয়ে আজকে আবার শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন তাই আপনাদের আরেকটু ভালো লাগাতে আজকে আমার এই পোস্ট।
আমাদের সবারই হয়ত নকিয়া মোবাইল আছে। আর আমাদের মোবাইলে নানান রকমের সফটওয়ার এর সমস্যা হয়। যার কারনে আমরা সারভিস এর দোকানে নিয়ে যাই আর মোবাইলটি ফ্লাশ করি।
মোবাইলটি ফ্লাশ করতে আমাদের টাকা দিতে হয় সারভিস এর লোকদের। আজ নিজেই ঘরে বসে নিজের নকিয়া মোবাইলটি ফ্লাশ করুন
প্রথমে কিছু জিনিস আপনার ডাউনলোড করে নিতে হবে।
আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেক জিনিস গুলো সাজিয়ে দিচ্ছি।
প্রথমে phoenix service software file টি ডাউনলোড করুন।
ডাউনলোড লিঙ্কঃ http://www.4shared.com/rar/NHkFgpcA/Phoenix_Service_Software_20120.html
তারপর Nevifirm Download করুন।
ডাউনলোড লিঙ্কঃ http://www.4shared.com/zip/w1hDukgIba/NaviFirm.html
নেভি ফারম সফটওয়ারটির কাজ হলো আপনার মোবাইলের মডেল অনুযায়ী ফারমওয়ার খুজে বের করা এবং তা ডাউনলোড করা।
আপনার মোবাইল ফ্লাশ দিতে হলে আপনাকে অবশ্যই ফারমওয়ার ফাইল লাগবে। এছাড়া আপনি আপনার মোবাইল ফ্লাশ করতে পারবেন না। প্রত্যেক নকিয়া মোবাইলের বিভিন্ন RM-code and Products code থাকে। সেই কোড অনুযায়ী খুজে আপনাকে ফারমওয়ারটি ডাউনলোড করতে হবে।
তাহলে কাজ শুরু করা যাক, আপনি এতক্ষনে নিশ্চই উপরের দুইটা ফাইল ডাউনলোড করে ফেলছেন। আপনার কম্পিঊটারে অবশ্যই নেট থাকতে হবে।
phoenix service software টি ইন্সটল করুন। রান করাবেন না।
নেভি ফারম ফাইলটি extract করে অপেন করুন।
চিত্রের মত উইন্ডো আসার পর আপনার মোবাইলের ব্যাটারি খুলে Products code লিখে নেভি ফারম search box এ search করুন।
আমি আমার কোড দিয়ে বের করেছি আপনি অবশ্যই আপনার কোড দিয়ে বের করবেন। আপনার কোড দিয়ে search করার পর উপরের চিত্রের মত দেখতে পাবেন। আপনার ফারমওয়ারটি আসার পর তা ডাউনলোড করুন।
আপনার ফারমওয়ারটি এভাবে ডাউনলোড হয়ার পর শেষ হলে তা খুজে বের করুন।
উপরক্ত লোকেশন এ আপনার ফাইলটি পাবেন। এটা আমার মোবাইলের ফাইল।
আপনি ১ম স্টেপ পেরিয়ে গেছেন। এখন ২য় স্টেপ।
এখন আপনাকে ফুল ফারমওয়ারটি phoenix service software er location এ কপি করতে হবে।
নিচের চিত্র অনুযায়ী ফাইলটি কপি করুন।
আর হ্যা আপনি products code এর ভিতরে ফাইল্টি কাট করে উপরক্ত চিত্রের লোকেশনে products এ ঢুকে নিউ ফোল্ডার করে আপনার মোবাইলের RM লিখে সব ফাইল পেস্ট করেন।
এখন phoenix software run করুন।
আপনার মোবাইলে ইউসবি দিয়ে আপনার কম্পিউটারে কানেক্ট করুন। তারপর নিচের চিত্র দেখুন।
connection এ ক্লিক করার পর আপনার RM দেখতে পারবেন সেটায় ক্লিক করুন।
ক্লিক করার পর file > scan products এ ক্লিক করুন। স্কেন করার পর নিচের চিত্রের মত দেখতে পাবেন।
স্টেপ ২য় হয়ে গেল। এখন আসুন ফ্লাশিং স্টেপ এ...
Flashing > Firmware Update এ ক্লিক করুন।
তারপর নতুন একটি উন্ডো আসবে। ।
উপরের চিত্রের মতন আসলে বুজবেন আপনার কপি পেস্ট করা ফাইল্টি সঠিক ভাবে বসিয়েছেন।
এখন নিচের চিত্রের মত করে ক্লিক করুন।
Refurbish এ ক্লিক করুন।
এখন দেখুন ফ্লাশিং স্টারট হয়েছে...
warning: পুরো কাজ টি ভালো ভাবে করবেন। আপনার ইউসবি ক্যাবল ঠিক আছে কিনা তা চেক করে নিবেন। অন্যথায় মাজ পথে আপনার ক্যাবল disconnect হলে আপনার সেট টি ডেড হয়ে যেতে পারে। তবে ভয় নেই তারও সলুশন আছে।
আপনার মোবাইলটি যদি ডেড হয়ে থাকে তাহলে আপনি ইউসবি লাগানোর আগে ব্যাটারি খুলে নিবেন।
তারপর ইউসবি কানেক্ট করবেন। নিচের চিত্রের মত দেখুন।
Dead mode এ ক্লিক করুন। তারপর নিচের ইন্সট্রাকশন দেখুন।
উপরের চিত্রের মত করে ফ্লো করুন।
তারপর ফ্লাশ করুন। এভাবে আপনার মোবাইল ফ্লাশ করতে পারবেন।
পোস্টটি অনেক কস্ট করে লিখেছি। কেউ খারাপ কমান্ট করবেন না। আর কোন রকমের প্রব্লেম এ পরলে আমাকে অবশ্যই জানাবেন।
এই পোস্টটি প্রথম আমার ব্লগে প্রকাশিত হয়েছে। http://bdtipsworld.blogspot.com/2014/02/how-to-flash-any-nokia-mobile-via.html
এরকম আরো পোস্ট দেখতে চাইলে আমার ব্লগে ঘুরে আসতে পারেন। http://bdtipsworld.blogspot.com/
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।