-----
... বাংলাদেশের মাটিতে অন্য কোন দেশ বিশেষ করে ভারত বা পাকিস্থান যখন ক্রিকেট ম্যাচ খেলে, তখন বাইরে থেকে দেখে আসলে বোঝার উপায় নেই যে এটা তাদের হোম ভ্যনু নাকি এ্যবরটে খেলা হচ্ছে। ... যে লোক টা কোন কিছু জানে না তাকে যদি চোখ বেধে ডাইরেক্ট স্টেডিয়ামে ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করা হয় কোন দেশে খেলা হচ্ছে , ৯৯ % সিওর মাঠে বিদেশীদের প্রতি আমাদের ভালবাসা (!!) দেখে যে কোন লোক ভুল উত্তর দেবে। ... সংখ্যাটা এতই বেশি যে, আমাদের এ্যবরট (ভারত বা পাকিস্থানে) ম্যচগুলোতে মাঠে এর ১০ ভাগের একভাগ সাপোর্টার পেলে ও আমরা তাদের মাথায় করে রাখতাম ( অবশ্য আমরা এমনিতেই মাথায় রাখি )।।
... আমরা ভারত বা পাকিস্থানের ম্যচ দেখতে ২০০ টাকার টিকিট ১৫০০ টাকায় কিনতে অভ্যস্থ, অথচ বাংলাদেশের ম্যচের টা ১০০০ টাকায় কিনতে অভ্যস্থ না!! ... ভারত বা পকিস্থান এর পন্য বর্জন নয়, বরং আগে তাদের প্রতি আমাদের উথলে পড়া দরদ আর ভালবাসা কমান, তারপর না হয় অন্য কিছু!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।