আমাদের কথা খুঁজে নিন

   

ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর লড়াই

ক্রিকেটে ভারত ও পাকিস্তানের লড়াইয়ের চেয়ে রোমাঞ্চকর আর কিছু হতে পারে না। দুই দলের জন্য এটা মর্যাদার লড়াইও বটে।

এবারের লড়াই ভারত-পাকিস্তানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণও। ভারত বাংলাদেশকে হারালেও শ্রীলঙ্কার কাছে হেরে গেছে। অন্যদিকে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে প্রতিযোগিতা শুরু করা পাকিস্তান হারিয়েছে আফগানিস্তানকে।

রোববারের বিজয়ী দল তাই ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে।

ওয়ানডেতে এর আগে ১২৫ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৭১টি, ভারত ৫০টি, বাকি চার ম্যাচ পরিত্যক্ত।

এশিয়া কাপের লড়াইয়ে অবশ্য ভারত এগিয়ে। এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্টে মুখোমুখি লড়াইয়ে ভারতের পাঁচটির বিপরীতে পাকিস্তানের জয় চারটি।

আর পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ।

বাংলাদেশের মাটিতেও ভারতের সাফল্যের হার বেশি। বাংলাদেশে আগের ৯টি লড়াইয়ের ছয়টিতেই তারা জিতেছে। বাকি তিন ম্যাচে পাকিস্তান বিজয়ী।

দুই বছর আগের এশিয়া কাপে মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদের শতকের সুবাদে ৩২৯ রান করেও জিততে পারেনি পাকিস্তান।

বিরাট কোহলির ১৮৩ রান ৬ উইকেটের সহজ জয় এনে দিয়েছিল ভারতকে।

এবার কি আরেকটি রান-বন্যার ‘থ্রিলার’? ফলাফল যা-ই হোক, পাকিস্তানের ব্যাটিং কোচ জহির আব্বাসের বিশ্বাস, রোববার তীব্র লড়াই হবে মিরপুরে।

“এই ম্যাচে দারুণ লড়াই হবে। আমি শুধু বলতে চাই, যারা ভালো খেলবে তারাই জিতবে। অবশ্য দুটো দলই খুব ভালো।

আমি তো মনে করি কাল দুর্দান্ত ম্যাচ হবে। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।