আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ হবে উন্নয়নশীল বিশ্বের পথিকৃত: মোজেনা

বাংলাদেশকে এশিয়ার টাইগার অভিহিত করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেছেন, বিশ্বের উন্নয়নশীল দেশের পথিকৃত হবে বাংলাদেশ। তিনি আজ রবিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভায় একথা বলেন।

মোজেনা বলেন, বাংলাদেশ হবে এশিয়ার টাইগার। একদিন বাংলাদেশের অগ্রগতি বিশ্বের মানুষকে বিস্মিত করবে। রাষ্ট্রদূত আশা করেন,  মুন্সীগঞ্জে শিল্পপার্ক, ওষুধ শিল্পাঞ্চলসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে।

  মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ব্যারিস্টার গোলাম সারওয়ার, সাগরিকা নাসরিন প্রমুখ।

সভাকক্ষে মার্কিন রাষ্ট্রদূতের সামনে বিক্রমপুরের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে মোগল আমলে নির্মিত শহরের কোর্টগাঁও এলাকার `ইদ্রাকপুর দূর্গের` পোট্রেট উপহার দেওয়া হয় তাকে।

দুপুর সাড়ে ১২টার দিকে মোজেনা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলু চাষের জমি পরিদর্শন করেন। সেখানে তিনি চাষীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

মনোযোগ দিয়ে শোনেন আলু চাষীদের সমস্যার কথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.