আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বরদীতে ২টি বিদেশী পিস্তলসহ এক যুবক আটক

পাবনার ঈশ্বরদী থেকে ২ টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ সন্ধ্যায় ঈশ্বরদী শহরের সাড়া মারোয়ারী স্কুল এন্ড কলেজের সামনের লালপুর-ঈশ্বরদী সড়ক থেকে আটক করা হয়। আটককৃত অস্ত্র ব্যবসায়ী সেলিম রেজা (২৮) রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস জানান, আজ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাড়া মারোয়ারী স্কুল এন্ড কলেজের সামনে একটি সিএনজি চালিত অটো রিক্সা থামিয়ে তল্লাসী চালিয়ে ২ টি ইউএসএ'র পিস্তল, ৪ টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ সেলিমকে আটক করা হয়।

ইশ্বরদী থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।