ভারতের ১৬ তম লোকসভার নির্বাচন আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে। আজ রবিবার দেশটির নির্বাচন কমিশনকে উদ্ধৃতি করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে লোকসভার প্রথম দফার ভোট হতে পারে।
মোট সাত দফায় এই নির্বাচন হতে পারে। সেক্ষেত্রে এবারই প্রথম এতো দীর্ঘমেয়াদে ভোট হবে, যদিও ভোট পর্ব মেটাতে সাত থেকে ছয় দফায় কমিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানা গেছে। এর আগে ২০০৯ সালে মোট পাঁচ দফায় লোকসভার ভোট হয়েছিল।
দীর্ঘ একমাস ধরে ভোটপর্ব চলেছিল।
চলতি সপ্তাহের মাঝামাঝি বহুপ্রতিক্ষীত লোকসভা ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করা হবে বলেও জানা গেছে। ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে নির্বাচনী আচরণ বিধিও চালু হয়ে যাবে। লোকসভার ভোটের সঙ্গেই সদ্য জন্ম নেওয়া তেলেঙ্গানাসহ উড়িষ্যা এবং সিকিমের বিধানসভার ভোটের দিনক্ষণ ঘোষণা হবে।
উল্লেখ্য, আগামী ১ জুন বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে।
তার আগে ৩১ মে'র মধ্যেই নতুন লোকসভা গঠন করতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।