ক্রিকেট নিয়ে আমাদের জাতির আবেগটা কেমন তা নিয়ে নতুন করে আর বলার দরকার নেই । কি না হয় এই আবেগ দিয়ে আমাদের এই দেশে । কেউ ক্রিকেট খেলা দেখার টিকেটের জন্য দুদিন, দুরাতও ব্যংকের বারান্দায় শুয়ে কাটিয়েছে, কেউ আবার দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায় । এমনও শুনেছি সারাদিন রিকশা চালিয়ে উপার্জিত টাকা দিয়ে একটি টিকেট কিনে খেলা দেখতে এসেছে । মাঠে ঢুকলেই দেখা যায় সারা দেহে বাঘের অংকনে বর্নিল রয়েল বেঙ্গল টাইগারদের হুংকার ।
সারা খেলা জুড়ে সাবাস বাংলাদেশ রবে মুখরিত থাকে মাঠ । মাঠের বাইরেও কি কম উত্তেজনা ! প্রতিটি ঘরে বসে খেলা কালিন সময়ে উপাশনা করার প্রহর । সাবই মোনাজাত করে দোয়া করতে থাকে যেন বাংলাদেশ জিতে যায় । আমাদের মধ্যে এ উত্তেজনা কাদের নিয়ে ? নিশ্চই বাংলাদেশে ক্রিকেট দল । দল কি শুধু একটি দলই নাকি এর বাইরেও অনেক কিছু ।
দলের মধ্যে যে সদস্যগুলো থাকে তাইতো দলের প্রধান উপাদান । আমরা তাদের খেলা দেখি, দেখি তাদের আচরন আবার কাউকে কাউকে কেউ কেউ জীবনের মডেল হিসাবে নেয় । আমি নিজেও প্রতিটি খেলার আগে বুকে ধক ধক শব্দ নয়ে বসে অপেক্ষা করতে থাকি বাংলাদেশের জয় দেখার জন্য । তারা পরাজিত হলেওতো তাদের পাশে থেকে এক চুলও নরিনি । বোকেছি অনেক, বলেছি কিচ্ছু পারে না এরা আবার মায়াও করেছি ।
তাদেরকে আমাদের অকুন্ঠ সামর্থের কথা জানতে হবে আর তাই পাশে থাকতেই হবে । পাশেতো থেকেছেই । তাই তাদের কাছে প্রত্যাশাও অনেক । তাদের আচরনে, তাদের কথায় তাদের ভাষায় আমরা উদ্বেলিত হই । আর এ জন্যই তাদের এতটুকু ভুল আচরনে আমরা আঘাত পাই, মনটা ভেঙ্গে যায় ।
সেদিন সাকিব যেটা করেছিলে আমি ধরে নিলাম তা ছিলো অতি আবেগের বঃহিপ্রকাশ । কিন্তু সারা বিশ্ব কি বুঝবে এই ভাষা ?সবাই জাতি হিসাবে অসভ্যই ভাববে আমাদের । আমরা জাতি হিসাবে কি তা প্রকাশ করার জন্যই তাদের উপর আমরা দায়িত্ব দিয়েছি । একটি জয়ের পর যখন দেখি বাংলাদেশের পতাকাকে বুকে নিয়ে খেলোয়াররা মাঠে দৌড়ে বেড়াচ্ছে তখন মনে হয় নিজেরাই আবার আরেকটি যুদ্ধ করছি এ দেশকে সম্মানিত করার । সাকিব, আমরা তোমাদের শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি আবার তোমাদের কাছ থেকে প্রত্যাশাও করি অনেক ।
তাই যখন মাঠে তোমরা কথা বল তখন ভেবো আমরা মুখ চেয়ে আছি তোমাদের আর তোমরা দাড়িয়েঁ আছো তোমার দেশ মায়ের উপর । তোমাদের কারনে যেন দেশ লজ্জিত না হয় ।
আজ সাকিব ভুলের বসে যেটা করে ফেলেছে সেটাকে গুরুত্ব দিতে হবে বোর্ডেরও । ক্রিকেটারদের জন্য নিয়োগ দিতে হবে সাইক্রিয়াটিস্ট । নীতি, মূলবোধ এবং সবার সামনে কথা বলার যে চর্চা তাও কিন্তু শিক্ষারও একটি ম্যাধম ।
এটা সভ্যতারও বড় এবটি ব্যপার । আশা করি বোর্ড সিদ্ধান্তটি নেবে । আমরা চাই ক্রিকেটটা দিয়ে সারা বিশ্বে নিজেদের অবস্থানকে আরো সুগঠিত করা । সাকিব, তামিম, মুসফিকরা আমাদের প্রত্যেকটি মানুষের কন্ঠ হয়ে আলোরিত করুক সারা বিশ্ব । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।