সকল ব্লগারই চায় একটি মনোমুগ্ধকর ব্লগ তৈরি করতে । কিন্তু তা কি খুব সহজ? খুব সহজ না হলেও খুব কঠিন নয় । আপনি যদি সাধারন কতগুলো টিপস ফলো করেন তাহলে আপনিই পারবেন আপনার ব্লগটিকে একটি মনোমুগ্ধকর ব্লগ হিসেবে উপস্থাপন করতে । তাহলে দেখি কিভাবে ?
ডু-ফলো (Dofollow Blog) ব্লগের নমুনা দেখতে চাইলে ভিজিট করুন Allininternet Blog ও কমেন্টস করে টেস্ট করুন যে ব্লগটি ডু-ফলো কিনা । আপনি যখন দেখবেন কমেন্টস করার পরে আপনার কমেন্টস্টি অটো পাবলিশ হয়ে যাচ্ছে তখনি বুঝবেন ব্লগটি ডু-ফলো ।
আরো বিস্তারিত জানতে দেখতে পারেন এই টপিক্সটিও ঃ Lucrative and Profitable Blog তৈরির টিপস
তথ্যসূত্রঃ Allininternet Blog
আর ফেসবুকে আমি ঃ আব্দুল্লাহ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।