যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........
এখনো এতো বোকা মানুষ আছে। একজন সেলিব্রেটি আর একজনের কাছে ১০০০টাকা ধার চাইলো আর তারে দিয়া দিলো!! আসলেই বাংলাদেশের অনেক রূপ! সমস্যা নাই এই ব্যাটায় ধরা খাইছে!! আর জীবনেও কাউরে টাকা ধার দিবে না। আমার তো মনে হয় কেউ ছট ফটাইয়া মইরা গেলেও সে আর কাউরে সাহায্য করবে না!! একজন বিশ্বাস ভঙ্গ হয়ে গেলে তা ফিরানো অনেক কষ্টের!!
যাই হোক স্ক্রীন সর্ট দেখেন!!
পুরা দেখতে লিঙ্কে গুতা দেন!!
গুতা!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।