আমাদের কথা খুঁজে নিন

   

মিরপুর স্টেডিয়ামে নারীর প্রকাশ্যে ধুমপান

মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে এক নারী ধুমপায়ী প্রকাশ্যে ধুমপান করায় তাকে নিয়ে শুরু হয় বির্তক।

ক্রিকেট খেলা নিয়ে মেতে আছেন সবাই। কিন্তু স্টেডিয়ামে গিয়ে কোনও নারী প্রকাশ্যে ধুমপান করছেন এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রায় বিরল। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী, প্রকাশ্যে ধুমপান করা দণ্ডনীয় অপরাধ। এরপরেও কোও পুরুষ নয়, একজন নারী ধুমপায়ী এভাবে প্রকাশ্যে ধুমপান করবেন তা কেওই যেনো মেনে নিতে পারছেন না।

বিষয়টি ধরা পড়ে গত ২ ফেব্রুয়ারি, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের পাকিস্তান বনাম ভারত খেলা চলাকালীন সময়।

বিষয়টি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় ব্যাপক লেখা-লেখি হচ্ছে। অনেকেই বলছেন, বাংলাদেশে প্রকাশ্যে ধুমপান নিষেধ সে কথা হয়তো অনেকেই জানেনই না। কারণ রেডিও-টিভিতে এ বিষয়ে সরকারি কোনও প্রচার-প্রপাগাণ্ডা নাই একেবারেই।

শুধু নারী নয়, পুরুষরাও হর হামেশাই প্রকাশ্যেই ধুমপান করছেন।

এমনকি এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যকেও অনেক সময় প্রকাশ্যে ধুমপান করতে দেখা যায়। আর তাই এ বিষয়টি এখনও আইনের বাইরেই রয়ে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.