ভারতের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ভিন্ন ভিন্ন নয় তারিখে এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে ১২ মে।
নয়দফায় ভোটগ্রহণের তারিখগুলো হলে ৭, ৯, ১০, ১২, ১৪, ২৫, ৩০ এপ্রিল, ৭ এবং ১২ মে।
১৬ মে ফলাফল ঘোষণা করা হবে।
এবারে নির্বাচনে ৮১ কোটি ৪০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
যা ২০০৯ সালের নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারের চেয়ে ১০ কোটি বেশি।
লোকসভা নির্বাচনের পর পর্যায়ক্রমে অন্ধ্র, সিক্কিম এবং ওড়িষ্যা রাজ্যের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা নয় লাখ ত্রিশ হাজার। যা গতবারের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।
এবারই প্রথম চালু হচ্ছে ‘না’ ভোট।
এছাড়া প্রথমবারের মতো চালু হচ্ছে ফটো ভোটার স্লিপও।
৩১ মে পঞ্চদশ লোকসভার মেয়াদ শেষ হবে। ভারতের সংবিধান অনুযায়ী, ওই সময়সীমার মধ্যেই পরবর্তী লোকসভা গঠন করতে হবে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।