চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিএনপি প্রধানের উদ্দেশ্যে তিনি বলেন, “একমাসের মধ্যে যদি এ তালিকা দিতে না পারেন তাহলে প্রকাশ্যে দেশবাসীর সামনে মিথ্যাচারের জন্য ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যাচার করবেন না। ”
গত ১ মার্চ রাজবাড়ীতে এক জনসভায় খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে ইনু বলেন, “সমাবেশে তিনি বলেছেন, ২৫ অক্টোবর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এই তিন মাসের আন্দোলনে পুলিশের গুলিতে ৩০৪ জন মানুষ হত্যা হয়েছে। গুম হয়েছে ৬৫ জনের অধিক।
“হত্যা, গুম এবং মামলার শিকার বিএনপি নেতাকর্মীরা কোন পর্যায়ের নেতা, দলীয় পদ ও শাখা এবং মাতা-পিতার নামসহ ঠিকানা দেয়ার জন্য একমাস সময় দিলাম” বলেন তথ্যমন্ত্রী।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, “একমাস সময় দিলাম থানা ওয়ারি ৩২ হাজার বিএনপি নেতাকর্মীর পদসহ নাম আমি চাই। ”
গত বছর ৫ মে মতিঝিলের সমাবেশ থেকে হেফাজতে ইসলামের কর্মীদের হটাতে পরিচালিত অভিযান নিয়েও খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করেন মন্ত্রী।
তিনি বলেন, “হেফাজতের ইসলামের সমাবেশকে কেন্দ্র করে খালেদা জিয়া বলেছেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাতের অন্ধকারে আলেম-এতিমদের হত্যা করা হয়েছে। ”
ওই ঘটনায়ও ‘নিহতদের’ নামের তালিকা চাওয়া হয়েছিল জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “হেফাজতের ঘটনায় একজনের নামও আপনারা দিতে পারেননি। যে তিনশ’র উপর নামের কথা হেফাজত ও আপনারা বলেছিন তার একটা নামও দিতে পারেননি।
“কোন আলেম-ওলামাদের গায়ে আমরা হাত দেইনি। ”
বিএনপি চেয়ারপারসন বক্তব্যের মধ্য দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেন হাসানুল হক ইনু।
তিনি বলেন, “জঙ্গিবাদকে যদি সমর্থন করা বন্ধ করতে না পারেন তাহলে গণতন্ত্রের রাজনীতির জন্য আপনি অনুপোযুক্ত হয়ে থাকবেন। ”
রাজবাড়ীর জনসভায় সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলে উপজেলা পরিষদের নির্বাচনের পরই সরকার পতনের আন্দোলন শুরুর ঘোষণা দেন খালেদা জিয়া।
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “রাজবাড়ীর বক্তব্য থেকে বুঝা যায়, বেগম খালেদা জিয়া তার রাজনীতির অবস্থান পরিবর্তন করেননি।
নির্বাচিত সরকারকে অবৈধ বলছেন, জঙ্গিবাদকে উস্কানি দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করছেন।
“আন্দোলনের নামে নাশকতার মাধ্যমে বৈধ সরকারকে পতনের নতুন চক্রান্তের জাল বুনেছেন। ”
জাসদ সভাপতি ইনু বলেন, “বেগম খালেদা জিয়া তার রাজনীতির অবস্থান পরিবর্তন করেননি। তাই খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের জন্য বিপদজনক ও হুমকি স্বরূপ। ”
খালেদা জিয়ার প্রতি জামায়াতে ইসলামীকে বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “তিন মাসব্যাপী নাশকতা-হত্যা-নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চান, যুদ্ধাপরাধী-জামাত-সন্ত্রাসীদের বর্জন করুন।
”
নির্দলীয় সরকারের ‘রহস্যজনক’ প্রস্তাবের বদলে ‘বাস্তবভিত্তিক’ রূপরেখা দেয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “পরবর্তী নির্বাচনকালীন সরকারের বিষয়ে আলোচনার পথ আমরা সব সময় খোলা রেখেছি। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।