টঙ্গীর চেরাগ আলী বাসস্ট্যান্ড থেকে গত ২ মার্চ নিখোঁজ হন কলেজ ছাত্র মো. আসলাম (২২)। কিন্তু আজ পর্যন্ত তার কোনও সন্ধান দিতে পারেনি টঙ্গী থানা পুলিশ।
জানা গেছে, আসলাম উত্তর কামার পাড়া আইইউবিএটি ভার্সিটিতে বিবিএ প্রথম বর্ষের ছাত্র। গত ২ মার্চ বিকালের পর থেকে তার কোনও সন্ধান পায়নি তার পরিবার।
এ ব্যাপারে আসলামের বাবা মো. আ. সাত্তার বাংলাদেশ প্রতিনিদকে বলেন, আমার ছোট ছেলে আসলাম টঙ্গী থানা এলাকায় আরও দুই যুবকের সঙ্গে মেসে থেকে উত্তর কামার পাড়া আইইউবিএটি ভার্সিটিতে বিবিএ প্রথম বর্ষে পড়ালেখা করতো।
গত ২ মার্চ আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে ছেলেকে ফোন (০১৬৮৯৭৮৪২১) করলে সে জানায় টঙ্গীর চেরাগ আলী বাসস্ট্যান্ডে আছে।
তিনি বলেন, আমার ছেলে তখন বলেছিল, আমার মোবাইলে চার্জ শেষ যে কোনো সময় তা বন্ধ হয়ে যেতে পারে। এ কথার বলার পরই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। সেই থেকে আজ বুধবার ( এ প্রতিবেদন লখা পর্যন্ত) পর্যন্ত তার কোনো খোঁজ পায়নি।
সাত্তার আরও জানান, ছেলেকে না পেয়ে আমি বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়েছি।
এমনকি টঙ্গী থানায় গত ৩ মার্চ একটি সাধারণ ডায়রিও (সাধারণ ডায়রি নং ১৪৮) করেছি। কিন্তু এরপরও আমি ছেলের কোনও সন্ধান পায়নি। আমি চাই আমার ছেলে আমার বুকে ফিরে আসুক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।