আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বসেরা হতে বিশ্বকাপ জেতার প্রয়োজন নেই : ম্যারাডোনা

অনেকে লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মানতে রাজী নন। এখনও দেশের হয়ে বিশ্বকাপ জিততে পারেননি বার্সেলোনার এই আর্জেন্টাইন। এটাই হয়ত এর পিছনে মূর কারন। টানা চারবার ফিফা ব্যালন ডি’অর জয়ের বিষ্ময়কর কীর্তি গড়েছেন। ব্যাক্তিগত অর্জনের পাশাপাশি স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকেও দিয়েছেন অসাধারণ সব শিরোপা জয়ের স্বাদ।

কিন্তু তারপরও ভক্তদের আকাঙ্খা রয়েই যায়।

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা এবার মেসির পাশে। তিনি জানিয়ে দিলেন সর্বকালের সেরা হতে বিশ্বকাপ জেতার প্রয়োজন নেই।  

তবে বিশ্বকাপ জিততে পারলে যে আর্জেন্টিনার জন্য ভালো হবে সেটাও অস্বীকার করেননি ডিয়েগো ম্যারাডোনা, “ইহা (বিশ্বকাপ জয়) হবে আর্জেন্টিনা, ভক্ত এবং লিওর (মেসির) জন্য অসাধারণ এক অর্জন। কিন্তু বিশ্বকাপ জেতা কিংবা না জেতার উপর তার সেরা হওয়া নির্ভর করবে না।

আগামী ১২জুন শুরু হবে ২০১৪বিশ্বকাপ। ব্রাজিল বিশ্বকাপে ফেবারিট হিসেবে স্বাগতিক দেশ ব্রাজিল, বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এবং জার্মানিকেই এগিয়ে রাখছেন তিনি। সেইসঙ্গে মেসিদের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেই সমীহ করছেন ডিয়েগো ম্যারাডোনা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।