রংপুরের বদরগঞ্জ উপজেলায় বাস চাপায় প্রাণি সম্পদ কার্যালয়ে ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল কুদ্দুস (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে ৫টার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ডাড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত পশু চিকিৎসকের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার বাসিন্দা। তিনি বদরগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে ওই পশু চিকিৎসক মোটরসাইকেলে করে বদরগঞ্জ থেকে ট্যাকসেরহাটের দিকে যাচ্ছিলেন।
এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (রাঙ্গামাটি-জ-০৪-০০২৪) ওই এলাকায় পৌঁছালে তাকে চাপা দিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ওই পশু চিকিৎসক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার শরীরের বেশকিছু হাড়-গোড় ভেঙে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।