Facebook এ এবং অনলাইনে বিভিন্ন স্থানে লেখালেখির সময় বিভিন্ন ধরনের ইমোশন বা (সংক্ষেপে) ইমু ব্যবহার করা হয়। এই ইমু গুলোর জন্য রয়েছে এক একটির জন্য এক এক কোড। আবার কোড গুলো একটু এদিক সেদিক হলেই এটি আর ইমু থাকে না, কোড আকারেই প্রদর্শিত হয়।
এতগুলো কোড মনে রাখা/সংগ্রহে রাখা এবং টাইপ/কপি করার সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন Windows 8 ব্যবহারকারী গন। Windows 8 এ একটি বিল্ট ইন on-screen keyboard এর মত কিবোর্ড আছে যাতে মাউসের ক্লিকের সাহায্যে আপনি কিবোর্ড এর কাজ করতে পারছেন আর এই কিবোর্ডে লেখার অক্ষর এবং যতি চিহ্নের পাশাপাশি রয়েছে অনেকগুলো ইমু যা আপনি টাইপ করার সময় ক্লিকের মাধ্যমেই দিয়ে দিতে পারেন অনায়াসে।
এই কিবোর্ড টি ব্যবহারের জন্য নিচের পদ্ধতিটি ব্যবহার করুন।
সম্পূর্ন পদ্ধতি টি একটি GIF animation আকারে দেখান হল।
সবাইকে ধন্যবাদ।
ব্যাক্তিগত ব্লগে এই পোষ্ট :- http://wp.me/p1UDeN-mM
ব্যাক্তিগত ব্লগ :- http://spcbd.wordpress.com
ব্যাক্তিগত ব্লগের ফেসবুক গ্রুপ :- https://www.facebook.com/groups/sophisticatedpc/
ফেসবুকে আমি (only follow if you want) :- https://www.facebook.com/shihabfcbk
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।