অভিযোগ বাক্সে যতোই দাও চিঠি
পড়ে পড়ে আর হবে কী!
আমি যে আমার কাছে ক্ষমতাহীন
এক দপ্তরবিহীন মন্ত্রী......।।
রাজপথে একা একা,
ট্রাফিকের লাল দেখা,
ভ্যাগাবন্ড বলোনা তবু!
নিয়ন আলোর মাঝে,
চলেছি জোনাক খুঁজে,
তোমায় তো ডাকিনি কভু!
অভিযোগ বাক্সে দিও নাতো আর চিঠি
পড়ে পড়ে আর হবে কী......।।
কড় গুনে রাখিনি তো,
নির্ঘুম রাত কতো,
পার হলো একটা গানে!
কতো শত জলপরী,
ফিরে গেছে ঘুমপুরী,
আমি ভেজা অভিমানে!
অভিযোগ বাক্সে দিও নাতো আর চিঠি
পড়ে পড়ে আর হবে কী......।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।