যারা মাউসের চাইতে কিবোর্ড ব্যবহার করতে বেশী পছন্দ করেন তাদের জন্য দুটো কিবোর্ড শর্টকাট দিলাম। এই কমান্ড দুটি ব্যবহার করে মুহুর্তেই Windows এবং Temp ফোল্ডারে প্রবেশ করতে পারবেন। Windows ফোল্ডারে প্রবেশ করতে নিম্নের কমান্ড ব্যবহার করুন:
১. Win Key + r টাইপ করুন। Run ডায়ালগ বক্স আসবে। টাইপ করুন sy;stemroot% তারপর এন্টার দিন।
ব্যাস পেয়ে যাবেন Windows ফোল্ডার।
২. Win Key + r টাইপ করুন। Run ডায়ালগ বক্স আসবে। টাইপ করুন te;mp% তারপর এন্টার দিন। ব্যাস পেয়ে যাবেন Temp ফোল্ডার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।