পটুয়াখালীর কলাপাড়ায় বহুমুখি সুবিধা সংবলিত আধুনিক বিদ্যালয় কাম ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুরে উপজেলার ধানখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নুপুর রাণীর কাছে আশ্রয় কেন্দ্রের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো.নূরুল আমিন। এর ফলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্য এলাকা হিসেবে চিহ্নিত চম্পাপুরের প্রায় পাঁচ হাজার মানুষ পেল নিরাপদ আশ্রয়কেন্দ্র।
কারিতাস বরিশালের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী'র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, কারিতাস এর (দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিচালক) জ্যোতি এফ গোমেজ, চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান রিন্টু তালুকদার, সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান তালুকদার, পল্লী বিদ্যুত কলাপাড়া অঞ্চলের পরিচালক জিসান হায়দার আলমগীর প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের অর্থায়নে প্রায় এককোটি টাকা ব্যয়ে নির্মীত আশ্রয়কেন্দ্রেটি নির্মাণের ফলে এ এলাকার সাধারণ মানুষ ঘুর্ণিঝড় কালীন নিরাপদে আশ্রয় নেয়া ছাড়াও প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের লেখাপড়ার সহযোগিতা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।