আমাদের কথা খুঁজে নিন

   

নানির বাড়ির মজা

নানির বাড়ি যাবই যাব
কারো কথা শুনবোনা,
যতই নিষেধ করুক মা
আজকে তা মানবোনা।

সেইখানেতে অনেক মজা
পড়ার কথা কেউ বলেনা,
ভোরবেলার মোরগ ডাকে
ঘুম থেকে কেউ তুলেনা।

সন্ধ্যা হলেই নানির সাথে
গল্পে উঠি মেতে,
ঘুমের ঘরে চড়ে বেড়াই
সপ্নপূরির পাওয়া রথে।

ভূত,বাদর,রাজার গল্প
কোনটা না দেয় বাদ,
জ্বীন,পরীর গল্প দিয়ে
কাঁটিয়ে দেয় সারারাত।

মজার মজার খাবার দেয়
যা চাই আমি তাই,
আদর সোহাগ প্রচুর দেয়
অভাব থাকেনা কোনটায়।

মায়ের সাথে দিয়ে আড়ি
যাবই যাব নানির বাড়ি,
যে যাই বলুক শুনবোনা
নিবই নিব মজার কাঁড়ি।

সোর্স: http://prothom-aloblog.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।