বাংলা আমার দেশ
কারান্তরালে সিংহনাদ
আমাকে বিচার করার যোগ্যতা সামরিক আদালতের নেই-বঙ্গবন্ধু
মুজিবনগর, ৯ই আগষ্ট \ একটি বিদেশী সংবাদপত্র প্রতিনিধির খবরে প্রকাশ যে বাংলার সিংহ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অকুতোভয়ে ইয়াহিয়ার সামরিক আদালতের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করেছেন। খবরে প্রকাশ, ইয়াহিয়া তথাকথিত বিচার প্রহসনে বঙ্গবন্ধুর পক্ষ সমর্থনের জন্য একজন সরকারী উকিল নিয়োগের প্রস্তাব করলে শেখ সাহেব তা সরাসরি প্রত্যাখান করেন। তিনি বলেন যে তাঁকে বিচারের যোগ্যতা সামরিক আদলতের নেই। এবং এই কারণেই কোন কৌসুলী নিয়োগের প্রস্তাব অবান্তর ও অর্থহীন। বঙ্গবন্ধু কৌসুলী নিয়োগ করতে অসম্মত হয়েছেনশুধুমাত্র এই টুকুই পাকিস্তান বেতার থেকে প্রচারিত হয়।
বাংলাদেশ (১) \ ১ ঃ ১১ \ ১৬ আগস্ট ১৯৭১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।