তিব্বতের প্রধান আধ্যাত্মিক নেতা (দালাই লামা) তেনজিং গিয়াতসো সমকামী বিয়ের সমর্থন দিলেন। তিনি বলেছেন, ‘সমকামী বিয়েতে তিনি কোনো সমস্যা দেখেন না। ’ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এক সাক্ষাৎকারে সমকামী বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন দালাই লামা। জনপ্রিয় মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব ল্যারি কিং সাক্ষাৎকারটি নেন।
সরকারের নীতি ও ব্যক্তির নৈতিক অবস্থানের মধ্যে পার্থক্য টেনে দালাই লামা বলেন, ‘যৌনমিলনের ব্যাপারে ধর্মানুসারীদের তাদের ধর্মের নিয়ম-কানুন মেনে চলা উচিত। ’
অন্যদিকে তিনি বলেন, ‘কিন্তু যারা ধর্মে বিশ্বাসী নন, তাদের ওপর নির্ভর করে তারা কী করবেন। অর্থাৎ যৌন মিলনের বিষয়টি ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা। যতক্ষণ তা নিরাপদ, সঠিক ও দুই পক্ষের পূর্ণ সম্মতিতে সংঘটিত হয়ে থাকে ততক্ষণ তা ঠিক আছে। পাশবিকতা, নষ্টামি- এসব অমার্জনীয়।
এগুলো মানবাধিকারের লঙ্ঘন। ’
পশ্চিমা বিশ্বে এবং ল্যাটিন আমেরিকায় সমকামী বিয়ের বিষয়টি দিন দিন গ্রহণযোগ্যতা পাচ্ছে। কিন্তু কোনো বৌদ্ধ ধর্মানুসারী দেশে সমকামী বিয়ে এখনও সমর্থন পায়নি। যদিও বৌদ্ধ প্রভাবিত নেপাল, ভিয়েতনাম ও তাইওয়ানে সমকামী ইস্যুটি নিয়ে বিতর্ক চলছে।
দালাই লামা তেনজিং গিয়াতসো তার মাতৃভূমি চীন-শাসিত তিব্বত থেকে ১৯৫৯ সালে ভারতে নির্বাসিত হন।
এর পর তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি যৌন স্বাধীনতার অগ্রগতি নিয়ে সম্প্রতি স্বস্তি প্রকাশ করেন এবং নিজেকে একজন ফেমিনিস্ট হিসেবে উল্লেখ করেন। কিন্তু এর আগে তিনি সমকামীদের কঠোর সমালোচক ছিলেন। এ অবস্থানের কারণে পশ্চিমা বিশ্বে তার অনেক অনুসারী তাকে নিয়ে বিব্রত বোধ করতেন।
সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন।
দালাই লামার সঙ্গে ওবামার সাক্ষাৎ নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন এখনও চলছে। চীনের অভিযোগ, দালাই লামা চীনাবিরোধী তৎপরতায় লিপ্ত আছেন এবং চীনের সার্বভৌমত্ব নষ্ট করতে চান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।