আমাদের কথা খুঁজে নিন

   

সোনা খেলে ক্যানসার সারে!

সিন্ধুকে আর সোনা রাখতে না পেরে গ্রিক রাজা সোনা খেতে শুরু করেছিলেন!  সেই পাগলামোর পর আর কেউ কখনো সোনা খাওয়ার কথা ভেবেছেন কি না তা জানা নেই। তবে সোনা খেলে মানে পান করলে দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর রোগ ক্যানসারকে তাড়ানো যায় এমন একটা দাবি করেছেন দুই ডাচ গবেষক।

নেদারল্যান্ডে গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়ের গবেষক এ্যাঞ্জেলা ক্যাসিনো জানান, ক্যাফেইন সংক্রান্ত কোনও পানীয়র সঙ্গে স্বল্প পরিমান সোনা মিশিয়ে পান করলে ক্যানসারকে জয় করা যায়। ক্যাফিন হচ্ছে একপ্রকার তিক্ত ক্ষার যা কফি, চা, চকোলেট সহ বিভিন্ন খাবারে পাওয়া যায়। তবে ক্যান্সার সারাতে গ্যালন গ্যালন কফি, চা পান করার কথা স্বপ্নেও ভাবতে নিষেধ করেছেন গবেষকরা।

তাতে হিতে বিপরীত হতে পারে। তাই বিজ্ঞানীরা মনে করছেন সঠিক পরিমানে ক্যাফেইন ও সোনা মিশ্রিত পানীয় ক্যানসারের কোষগুলিকে বৃদ্ধি করতে বাঁধা দেয়।

ইতোমধ্যে বিজ্ঞানীরা সাত রকম কেমিক্যাল দিয়ে তৈরি করছেন ক্যাফেইন গোল্ড (caffeine-based gold (I) N-heterocyclic carbenes) এবং এটি নিয়ে আরও গবেষণা চলছে। এই যৌগ পর্দাথটি ক্যানসার কোষ বৃদ্ধিতে বাধা দেয়। পাশাপাশি ক্যান্সার লুকিয়ে থাকার জায়গাগুলোতে প্রতিনিয়ত আঘাত করতে থাকে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।