আমাদের কথা খুঁজে নিন

   

সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের রূপকল্প ‘ওয়ান বাংলাদেশ’


চলছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে বাংলাদেশের সফটওয়্যার ও আইটি শিল্পের পাঁচ বছরের রূপকল্প ‘ওয়ান বাংলাদেশ’ কার্যক্রম। গত ফেব্র“য়ারি মাসে ঢাকায় আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয় এ কার্যক্রমের। আগামী পাঁচ বছরে ১ বিলিয়ন ডলার রপ্তানি, ১ মিলিয়ন পেশাদার তথ্যপ্রযুক্তি জনশক্তি তৈরী, প্রতিবছর এক কোটি মানুষকে ইন্টারনেট ব্যবহারের আওতায় আনা এবং জিডিপিতে সফটওয়্যার ও আইটি খাত থেকে ১% অবদান রাখার লক্ষ্য নির্ধারন-এমন লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে ওয়ান বাংলাদেশ কার্যক্রম। সফটওয়্যার ও আইটি শিল্পের ‘ওয়ান বাংলাদেশ’ রূপকল্প অর্জনের মধ্য দিয়ে ২০২১ সালের ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প অর্জন এবং বাংলাদেশের ১০ কোটি তরুন- তরুনীরা কাজ করে দেশকে উচ্চ আয়ের দেশে পরিনত করাই এ কার্যক্রমের অন্যতম একটি উদ্দেশ্য।
তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগের জন্য দারুন জায়গা বাংলাদেশের তথ্যপ্রযুক্তিকে বিশ্বের বিভিন্ন দেশে ব্র্যান্ডিং করছে বেসিস।

আর এ উদ্যোগকে সামনে রেখে তাই বেসিস এবং সরকার যৌথ ভাবে এগিয়ে নিয়ে যাবে এ কার্যক্রম। ১৯৯৭ সাল থেকে যাত্রা শুরুর পর থেকে বর্তমানে বেসিসের সদস্য সংখ্যা ৭০০’র বেশি। সংগঠনটি ২০১২-১৩ অর্থবছরে রপ্তানি থেকে ১০০ মিলিয়ন ডলার আয় করেছি। এই খাতের রপ্তানি প্রবৃদ্ধি এখন দেশের শীর্ষ ১৫টির একটি। এবারের উদ্যোগ এবং কার্যক্রমের মাধ্যমে বেসিস গণমূখী হয়ে সাধারণ মানুষকে আরো বেশি তথ্য-প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে চায়।

বেসিসের উল্লেখযোগ্য নানা কার্যক্রমের মধ্যে রয়েছে, সরকারী ও বেসরকারী পর্যায়ে তথ্য-প্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, স্থানীয় তথ্য-প্রযুক্তি ও তথ্য-প্রযুক্তি সেবাদানকারী কোম্পানীগুলোর জন্য বাজার সৃষ্টি করা, তথ্য-প্রযুক্তি খাতের আন্তর্জাতিক বাজার সৃষ্টি ও বিশ্বব্যাপী এ শিল্পের ব্যান্ডিং করা, সদস্য কোম্পানীগুলোর জন্য দক্ষতা উন্নয়ন ও আইটিকে শিল্প হিসেবে গড়ে তুলতে সদস্য কোম্পানীগুলোর মধ্যে ব্যবস্থাপনা, উন্নয়ন উদ্যোগ সমন্বয়, প্রশিক্ষণ প্রদান ও সম্পদের সমন্বয় করা ইত্যাদি।
ওয়ান বাংলাদেশ কার্যক্রম নিয়ে রয়েছে দুটি ভিডিও। প্রথম ভিডিওটিতে (ওয়ান বাংলাদেশ) রয়েছে ওয়ান বাংলাদেশের মূল লক্ষ্য নিয়ে বিস্তারিত। এছাড়াও রয়েছে আরো একটি ভিডিও। এতে এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত রয়েছে।

এতে যুক্ত আছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, জনপ্রিয় লেখক ও শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং বেসিস সভাপতি শামীম আহস। ভিডিওটি দেখা যাবে ওয়ান বাংলাদেশঠিকানায়।
ওয়ান বাংলাদেশের অন্যতম কয়েকটি লক্ষ্যের মধ্যে রয়েছে- ২০১৮ সালের মধ্যে সফটওয়্যার ও বিপিও খাত থেকে এক বিলিয়ন ডলার আয় করা, সফটওয়্যার ও বিপিও প্রফেশনালস এক মিলিয়ন করা, এ খাত থেকে জিডিপিতে কন্ট্রিবিউশন এক শতাংশ যোগ করা এবং একটি লক্ষ্য একটি স্বপ্ন বাস্তবায়ন নিয়ে এগিয়ে চলা। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.