আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বাংলাদেশ ( পটভূমি: ২০০৩)

আমাদের এই সবুজ-শ্যামল, সোনার বাংলাদেশে হরেক রকম লোক দেখা যায় হরেক রকম বেশে। কে ভাল আর মন্দ কে-বা, তা বোঝা যে দায়, ভাবতে ভারী অবাক লাগে দেশটা কোথায় ধায়! আজকে মোদের দেশটা গোটা সন্ত্রাসেরই পাড়া, তাদের ভয়েই হয় করতে যখন-তখন তাড়া। আমরা সবাই আছি এখন এমনই এক দেশে- ভরে গেছে যেটা পুরোই হরতালেরই কেশে! লোডশেডিং আর মশা যেমন ছুটছে পিছন জোরে- দেশটা তেমন পৌঁছে গেছে মূর্খতারই দোরে। নেই যে এখন সোঁদামাটির গন্ধ মাখা দেশ, রাজাকারদের ভাবতে এটা লাগছে খুশি বেশ! চারিদিকে খুন-ছিনতাই, বোমার ভয়-ভীতি, মানুষ যেন ভুলেই গেছে শ্রদ্ধা-স্নেহ-প্রীতি, জনগণের উন্নয়নের জন্য যে রাজনীতি- সৃষ্টি করে কেবলই তা' বেসুরো এক গীতি! রাজনীতির কলুষণে ভাংছে মোদের স্বপন, মূল্যবোধে হচ্ছে মোদের বিষবৃক্ষ বপন! দেশটাকে বাঁচাতে হলে একতাবোধ চাই, ধর্ম-গৌত্র নির্বিশেষে সকলে ভাই-ভাই! থাকবে না তো কারো মাঝে হিংসা ও বিদ্বেষ, তখন-ই যে উঠবে গড়ে সোনার বাংলাদেশ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.