আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় ব্যাংক লুট: তদন্তে দুই কমিটি, আটক ১৩

এ ঘটনায় ব্যাংকের আদমদীঘি শাখার ব্যবস্থাপক শামছুদ্দীন শরিফ ও ক্যাশিয়ার আজাহারুল ইসলামকে বগুড়ার প্রিন্সিপাল অফিসে বদলি করা হয়েছে।

সোনালী ব্যাংক বগুড়া জোনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস ছামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনা তদন্তে রাজশাহী জোনের মহাব্যবস্থাপক (জিএম) এ টি এম আফজাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) মুর্তজা আলীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আরেকটি কমিটি করা হয়েছে।

ছামাদ বলেন, “তদন্ত দলগুলো ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ শুরু করেছে। ”

তিনি বলেন, কোনো বিশেষ কারণ ছাড়াই ব্যাংক ডাকাতি ঘটনায় আদমদীঘি শাখার ব্যবস্থাপক শামছুদ্দীন শরিফ ও ক্যাশিয়ার আজাহারুল ইসলামকে বগুড়ার প্রিন্সিপাল অফিসে বদলি করা হয়।

আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, টাকা লুটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার সকাল পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে। তারা হলেন- শাখার ব্যবস্থাপক শামছুদ্দীন শরিফ, ক্যাশিয়ার আজাহারুল ইসলাম, ব্যাংকের নিরাপত্তাকর্মী মিলন ও পূর্ণদেব, ফার্নিচার দোকানের মালিক আশরাফুল ইসলাম, কাঠমিস্ত্রি শাহিনুল ইসলাম, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, ব্যাংকের সাবেক নিরাপত্তাকর্মী রুহুল আমিন, ওয়েল্ডিং মিস্ত্র্রী আব্দুল লতিফ, আলম, মৃদুল ও আব্দুল ওয়াহেদ।

জিজ্ঞাসাবাদ শেষে বেলা ১১টার দিকে ব্যাংকের ম্যানেজার ও ক্যাশিয়ারকে পুলিশ পাহারায় ব্যাংকে নিয়ে আসা হয়। তারা পুলিশ পাহারায় কাজ করেন।

রোববার দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে স্বাভাবিক লেনদেন শুরু হয়।

ওসি নজরুল বলেন, যেহেতু ম্যানেজার এবং ক্যাশিয়ার- দুজনের কাছে ভল্টের চাবি থাকে সে কারণে তাদেরকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে বেলা ১১টার দিকে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহা পরিদর্শক (ডিআইজি) খুরশীদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি থানায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করেন তিনি।

খোরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, “ব্যাংক কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। ”

শনিবার বিকালে আদমদীঘি বাসস্ট্যান্ডের কাছে বিপ্লব ফার্নিচারের দোকান থেকে সুড়ঙ্গ কেটে সংলগ্ন সোনালী ব্যাংকের শাখার ভল্ট থেকে ৩০ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা লুটের বিষয়টি ধরা পড়ে।

শনিবার বিকালে ব্যাংকের ব্যবস্থাপক মো. শামছ উদ্দিন সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের টাকা লেনদেনের জন্য সোনালী ব্যাংকের সব শাখা শনিবার খোলা ছিল। তবে ব্যাংকে লেনদেন হয়নি।

“বিকাল ৪টার দিকে ব্যাংক থেকে যাওয়ার পথে ভল্টের কাছে চেক করতে গিয়ে দেখতে পাই ভল্ট খোলা। পরে পুলিশসহ ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই। ”

বৃহস্পতিবার ব্যাংক বন্ধ করার সময় ভল্টে ৩২ লাখ ৫১ হাজার ৬৮৭ টাকা রেখে গিয়েছিলেন বলে জানান তিনি।

পরে রাতে ভল্টের আশপাশ ও সুড়ঙ্গের ভিতরে ছড়ানো ছিটানো অবস্থায় এক লাখ ৭২ হাজার ১৮৪ টাকা পাওয়া যায়।

এ ঘটনায় রাতেই ব্যাংকের ক্যাশিয়ার আজহার উদ্দিন, নিরাপত্তা রক্ষী মিলন (২৪) ও পূর্ণ চন্দ্র (২২) এবং ‍বিপ্লব ফার্নিচারের মালিক আশরাফুল ইসলাম ও তার কর্মচারী শাহীনুর ইসলামকে আটক করা হয়।

ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার রাতেই সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সামাদ বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। তবে তাতে আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি।

মামলায় বলা হয়েছে, ব্যাংকের ভল্টে ৩২ লাখ ৫১ হাজার ৯০০ টাকা জমা ছিল।

সেখান ৩০ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা খোয়া গেছে।

এর আগে ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ শহরে সোনালী ব্যাংকের অফিসে সুড়ঙ্গ খুড়ে ১৬ কোটি ৯০ লাখ টাকা চুরি হয়। দুদিনের মাথায় এই চুরির মূল হোতা সোহেল ওরফে হাবিবসহ দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের কাছ থেকে চুরির ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা উদ্ধার করা হয়।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.