তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সঠিক হবে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি তাদের আইসিসি টি২০ ২০১৪ উপলক্ষে ধারনকৃত ফ্ল্যাস মোব-টি আইসিসির অফিসিয়াল একাউন্টের মাধ্যমে রিলিজ করছে। প্রথমত এতগুলি ভার্সিটির মধ্যথেকে নির্বাচিত অল্পকিছু র্ভাসিটির মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি আছে এবং আইসিসি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ফ্ল্যাস মোব-টি তাদের অফিসিয়াল একাউন্ট থেকে আপলোড করেছে। দ্বিতীয়ত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ফ্ল্যাস মোব-টা অন্যান্য অনেক র্ভাসিটির থেকে অনেক ভাল হয়েছে (সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত তবে আমার মনে হয় সবাই সব র্ভাসিটির ফ্ল্যাস মোব দেখার পর বুঝতে পারবে কেন আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ফ্ল্যাস মোব-টিকে কেন ভাল বলেছি)। ফ্ল্যাস মোব-টি একবার দেখবেন এবং আপনার সব বন্ধুদেরকেও দেখতে উৎসাহিত করবেন।
যা করতে হবে-------------
ভিডিওটি দেখেবেন
লাইক দিবেন (লাইক দিতে হলে Google -এ লগইন হতে হবে)
শেয়ার করবেন
ভিডিওটি দেখতে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=E55ycUld_Q4
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।