আমাদের কথা খুঁজে নিন

   

পাসপোর্ট অফিস ও দালালের গল্প !!

আমার আগের নিক হ্যাক হয়েছে কিনতু দ্বাবি একটাই যুদ্ধাপরাধীদের ফাসি চাই। ___________________ @সুলতান মির্জা

শুনেছিলাম সেনাবাহিনী কে দ্বায়িত্ত্ব দেওয়ার পরে নাকি পাসপোর্ট অফিসে দালাল নাই। কিন্তু কই ? সব আগের মতই আছে।
স্পট উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস


ডেটলাইন ১৮ জানুয়ারীঃ সকাল ১১ টায় আমি ও আমার এক বন্ধু গেলাম পুরাতন পাসপোর্ট সহ নতুন পাসপোর্ট ফর্ম জমা দিতে। গিয়ে শুনলাম ১২ টার মধ্যে যারা ভিতরে ঢুকবে তারাই আজকে জমা দিতে পারবে।

চিন্তা করে দেখলাম এখনো যে পরিমান মানুষ লাইনে আছে ১২ টার মধ্যে ভিতরে ঢুকা সম্ভব নয়। একটা দোকানে চা খেলাম, ঠিক তখনই এক দালালের সাথে পরিচয় হলো। সে বললো, ২ হাজার টাকা লাগবে তাহলে এখনই জমা দিতে পারবেন। তখন আমি আমার পরিচয় দালাল বললো, ঠিকাসে আপনি তাহলে ১ হাজার টাকা দেন। আমি তখন বললাম দেখি আগামীকাল সকালে এসে লাইনেই দাড়াই।

দালাল বললো আচ্ছা।

কিছুক্ষন পরে, এক ছেলে এসে বললো, মামা আপনি সকাল কয়টার মধ্যে আসতে পারবেন ?
জিজ্ঞেস করলাম, কেন ?
ছেলেটি বললো, আপনি আমাকে ২শত টাকা দিয়ে যান। আমি খুব সকালে এসে লাইনে দাঁড়িয়ে থাকবো।
বললাম, আমিই সকালে আসবো।

ডেটলাইন ১৯ জানুয়ারীঃ সকাল ৮টার মধ্যে উত্তরা পাসপোর্ট অফিসে গিয়ে হাজির হইলাম।

গিয়ে দেখি সেই ছেলেটি সহ আরো ৮-১০ জন লাইনের প্রথম ভাগের প্রায় ৩০ জনের লাইন সিরিয়াল তাদের দখলে রেখেছে। আমি ও আমার বন্ধু যেখানে দাড়ালাম সেখান থেকে ভিতরে যেতে যেতে সময় লাগবে প্রায় ৩ ঘন্টা। কি করা যায় চিন্তা করছি, এমন সময় সেই ছেলেটির দেখা পেলাম। ডাক দিয়ে জিজ্ঞেস করলাম কিছু করা যাবে কিনা ? যদিও ৪০-৫০ ফিট দুরত্ত্বে সেনাবাহিনীর কয়েকজন সদস্য দাঁড়িয়ে রয়েছে। ছেলেটি বললো, দুই জনে ৪ শ দেন, লাইনের সামনে চলে আসুন।

তাকে ৪ শ দিয়ে ৫ মিনিটের ব্যবধানে ভিতরে ঢুকে গেলাম।

ফর্ম জমা দেওয়ার সিরিয়াল এলো, ফর্ম জমা দিলাম প্রথমে আমি দ্বায়িত্ত্বরত কর্মকর্তা অরজিনাল ভোটার আইডি কার্ড দেখতে চাইলো, বললাম ভোটার আইডির ফটোকপি দিয়েছিতো। কর্মকর্তা বললো, অরজিনাল আইডি লাগবে। বললাম আনিনি। উনি তখন একটা সীল দিয়ে বললো কার্ড নিয়ে আসুন তারপরে জমা নিব।

ভাগ্য ভালো আমার বন্ধুটির সাথে অরজিনাল আইডি ছিল এবং সে পার পেয়ে গেলো। আমাকে বের হয়ে যেতে বললো। আমি বের না হয়ে একজন সেনাবাহিনীর সদস্যের কাছে গিয়ে আমার পরিচয় দিয়ে সাহায্য চাইলাম। সেনাবাহিনী বললো কিছুই করার নেই।

মেজাজ খারাপ করে বের হয়ে গেলাম।

সামনেই দেখা হয়ে গেলো সেই দালালের সাথে, দালাল জিজ্ঞেস করলো জমা দেন নাই ? আমি বললাম না দেই নাই। দালালের কাছে জানতে চাইলাম, কোন উপায় আছে ? এইবার সে বললো হা উপায় আছে ১৫০০ টাকা লাগবে। তখন আমি বললাম ১০০০ টাকার কথা বলেছিলেন না ? দালাল তখন বললো, আপনার ফর্ম কিন্তু বাতিল করে দিয়েছে। তাই ১৫০০ টাকা লাগবে। ইতিমধ্যে আমার বন্ধুটি তার পাসপোর্ট ফর্ম জমা দিয়ে বের হয়ে এলো।

তখন চিন্তা করলাম দুইজন যেহেতু একসাথে এসেছি আবার আরেক আসবো ? থাক দিয়ে দেই ১৫০০ টাকা।

তারপরের কাহিনী ১৫০০ টাকা নিয়ে দালাল ভিতরে চলে গেলো, যাওয়ার আগে বলে গেলো আমি ১০ মিনিটের মধ্যে আসছি।

১০ মিনিট পরে দালাল ফর্মটি আমার হাতে দিয়ে বললো সোজা ৩য় তলায় চলে যান।
৩য় তলায় গেলাম, ফর্ম দেখালাম। সাথে সাথে আমার স্বাক্ষর ও ছবি নেওয়া হলো এবং রিসিভ কপি দিলো আমাকে যেখানে ডেলিভারী তারিখ ছিল ১১ ফেব্রুয়ারী।

নিচে গেলাম, বন্ধুর রিসিভ কপিটি দেখলাম, ঐ একই তারিখ। এবার দালাল এলো, বললো ঠিকাসে ভাই যান এবার। দালালকে জিজ্ঞেস করলাম, এই তারিখেই কি পাসপোর্ট পাবো ? দালাল বললো আপনারটি পাবেন কিন্তু আপনার বন্ধুটি ডেলিভারী তারিখের ১ মাস পরেও পায় কিনা সন্দেহ আছে।

উল্লেখ্য সাধারন ক্যাটাগরির পাসপোর্ট ডেলিভারী সাধারনত ৩০দিনের আগে হয় না।
সেক্ষেত্রে ১৯ তারিখ থেকে ১১ তারিখ অর্থ্যাত ২২ দিনে ডেলিভারী পাবো।

এটা কি করে হলো ?

যেহেতু দুইটা ফর্মই জমা হয়েছে তাই দালালের কথায় আর কান না দিয়ে চলে এলাম। গাড়ীতে উঠে গাজীপুর ডিএসবিতে ফোন দিয়ে বললাম, আমার দুইটা পুলিশ ভেরিফিকেশন আসবে। একটা আমার নামে আরেকটা অমুক নামে। সেই সাথে এটাও বলে দিলাম যেদিন আসবে সম্ভব হলে সেদিনঈ রিপোর্টটি হাতে হাতে পাঠিয়ে দিবেন প্লীজ।

ঠিক ৪ দিন পরে আমার ভেরিফিকেশন গেলো ডিএসবিতে।

আমার বন্ধুরটি তখনো যায়নি। ঐদিনই আমার ভেরিফিকেশন রিপোর্ট হাতে করে কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল ডিএসবি বিভাগ থেকে।

আমার বন্ধুটির ?
এর দুই দিন পরে। একই অবস্থায় দিয়ে দেওয়া হয়েছিল।

ডেটলাইন ১২ ফেব্রুয়ারীঃ মেসেজ পেলাম আমার পাসপোর্ট ডেলিভারী নেওয়ার জন্য।

কিছুক্ষন পরে আমার বন্ধুকে ফোন দিলাম, জানতে চাইলাম মেসেজ পেয়েছে কি না ? সে বললো না পায়নি।

অপেক্ষা করলাম আরো ৭ দিন। নাহ সে তার মেসেজ পায়নি।

১৯ তারিখে একাই গেলাম পাসপোর্ট ডেলিভারী নেওয়ার জন্য। পাসপোর্ট হাতে পেলাম।

বাইরে বের হয়ে এলাম, ঐ দালালের সাথে দেখা। বললাম, এমনই হয় নাকি ? সে বললো এই রকমই হয়।

তথ্য হচ্ছে, ১৯ জানুয়ারী টু আজ ১০ মার্চ পর্যন্ত এখনো আমার বন্ধু তার পাসপোর্ট পায়নি।

কাকে দোষারোপ করবো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.