বাংলাদেশ থেকে ৪৫ কেজি স্বর্ণ নিজ দেশে পাচারের সময় দু’জন ভারতীয় নাগরিককে আটক করেছে সে দেশের কাস্টমস বিভাগ।
এরা হলেন- উত্তর চব্বিশ পরগণা জেলায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলের নেতা আব্দুল বারিক বিশ্বাস এবং দ্বিতীয় ব্যক্তি তার গাড়িচালক।
গোয়েন্দাদের সন্দেহ বারিক বিশ্বাস স্বর্ণ ছাড়াও গরু, অস্ত্র, বিস্ফোরক এবং জাল টাকা পাচারের সঙ্গে জড়িত। এছাড়া তিনি কখনও কখনও জঙ্গিদের সাহায্য করে থাকেন।
ভারতের কাস্টমস গোয়েন্দা বিভাগ বা ডাইরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) বলছে, গোপন সূত্রে খবর পেয়ে তারা উত্তর চব্বিশ পরগণার বসিরহাটে একটি গাড়ি থেকে আব্দুল বারিক বিশ্বাস ও তার চালককে আটক করে।
তল্লাশি চালিয়ে ৪৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
তাদের ধারণা, এই স্বর্ণ বারিক বিশ্বাস বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে নিয়ে এসেছেন। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ১৩ কোটি রুপি।
কাস্টমস আইন ভাঙার অভিযোগে বারিক ও তার চালককে গতকাল রবিবার কলকাতার একটি আদালতে তোলা হয়। বিচারক ওই দুজনকে বুধবার পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জেলে গোয়েন্দা কর্মকর্তারা তাদের স্বর্ণ পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানিয়েছে বিবিসি।
গোয়েন্দারা বলছেন, একটি চক্র গরু, স্বর্ণ ও জাল নোট পাচারের আড়ালে সন্ত্রাসীদের কাছে প্রয়োজনমতো অস্ত্র ও বিস্ফোরক পৌঁছিয়ে দেয়। তারা সন্ত্রাসীদের থাকা, খাওয়া এবং যাতায়াতের বিষয়েও সহায়তা করে থাকে। বারিক এই চক্রের কোনও সদস্য হতে পারে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।