আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় ব্যাংক লুট: গ্রেপ্তার ৮ জনকে রিমান্ডের আবেদন

আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

এরা হলেন, ব্যাংকের নিরাপত্তারক্ষী মিলন, পূর্ণ দেব, রুহুল আমিন, নজরুল ইসলাম, ফার্নিচার দোকান মালিক আশরাফুল, কর্মচারী শাহিন, শফিকুল ইসলাম ও মৃদুল।

ওসি নজরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে এ আটজনকে সন্দেহ হওয়ায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের আপাতত ছেড়ে দেয়া হয়েছে। সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ফাইল ছবি

আদমদীঘি বাসস্ট্যান্ডের কাছে বিপ্লব ফার্নিচারের দোকান থেকে সুড়ঙ্গ কেটে সংলগ্ন সোনালী ব্যাংকের শাখার ভল্ট থেকে ৩০ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা লুটের বিষয়টি শনিবার বিকালে ধরা পড়ে।

টাকা লুটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার সকাল পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছিল।

ঘটনা তদন্তে রাজশাহী জোনের মহাব্যবস্থাপক (জিএম) এ টি এম আফজাল হোসেনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) মুর্তজা আলীর নেতৃত্বে আরেকটি কমিটি করা হয়েছে।

এর আগে গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ শহরে সোনালী ব্যাংকের অফিসে সুড়ঙ্গ খুড়ে ১৬ কোটি ৯০ লাখ টাকা চুরি হয়।

দুদিনের মাথায় এই চুরির হোতা সোহেল ওরফে হাবিবসহ দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে তাদের কাছ থেকে চুরির ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা উদ্ধার করা হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.