যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিরুদ্ধে তার ফেসবুক ফ্যান পেজের জন্য ‘লাইক’ কেনার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার যুক্তরাজ্যের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রীর ফেসবুক ফ্যান পেজে লাইক দিতে ব্যবহারকারীদের উত্সাহিত করতে বিজ্ঞাপনের পেছনে হাজার হাজার পাউন্ড ব্যয় করছেন টোরি পার্টির প্রধান। এতে এক মাসে তাঁর পেজের লাইকের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
এক মাস আগে ক্যামেরনের ফেসবুক ফ্যান পেজে মাত্র ২০ হাজার লাইক ছিল। আর ক্যামেরনের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের ডেপুটি প্রধানমন্ত্রী লিব ডেম পার্টির নেতা নিক ক্লেগের ফেসবুক ফ্যান পেজে লাইক ছিল মাত্র ৮২ হাজার।
এক মাসের ব্যবধানে ক্যামেরনের ফেসবুক ফ্যান পেজে লাইকের সংখ্যা বেড়ে এক লাখ ২৮ হাজার দাঁড়িয়েছে।
ফ্যান পেজে লাইকের সংখ্যা বাড়াতে বিজ্ঞাপনের বিষয়ে করা চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞাপন-বাবদ সাড়ে সাত হাজার পাউন্ড খরচ হতে পারে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে লেবার পার্টির এক এমপি অভিযোগ করেছেন, ‘মনে হচ্ছে ক্যামেরন জনপ্রিয়তা কিনছেন। তাঁর অহমিকার শেষ নেই।
’
তবে ব্যবসায়ী ও মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে এ ধরনের প্রচারের চর্চাটা স্বাভাবিকই মনে করেন টোরি দলের কেউ কেউ।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।