আমাদের কথা খুঁজে নিন

   

বলো ছোট কি অভিমান করলে, কেন করলে...?

আমার আমি ....



ঠিক বুঝে উঠতে পারছিনা কষ্টগুলো এক সাথে করে প্রকাশ করতে হয় কিভাবে অথবা কত জোরে চিৎকার করে কাঁদলে বুক টা হাল্কা হবে ! কে আমায় দাদা বলে ডাকবে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে সংবাদের নানা খোঁজ নিয়ে মাহমুদুল ইসলাম রনি কে আর দেখতে পাব না! বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম'র তরতাজা খবর আর সে পাঠাবে না । ইবি'র সাংবাদিকতার পাঠচুকে একবুক আশা নিয়ে সাম্প্রতি ও পাড়ি জমিয়েছিল ঢাকায়। দক্ষতা আর মেধায় বাংলানিউজের নিউজরুম এডিটর হিসাবে কাজ শুরু করেছিল। সোমবার সকালে বাংলানিউজ অফিস ডিউটিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনি। সহকর্মীরা দ্রুত তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন। মাত্র ২৫ বছরের জীবন নিয়ে কেন এসেছিলে রঙ্গমঞ্চে..? বুকটা হাহাকার করছে....শূন্যতায় ভরে উঠছে চারিদিক। আমাকে একজন সংবাদকর্মী হিসাবে প্রথম আলোর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাকিব পরিচয় করিয়ে দেয় রনির সাথে। প্রায় ৩বছর আগের কথা, তারপর যতবার ক্যাম্পাসে গিয়েছি সে আমাকে কত যে আপ্যায়ন,কত যে সম্মান করত কেমনে তা ভূলব। কথায় কথায় বলত দাদা এটা করেন, ঐ নিউজ টা করেন, আপনি ভাল কাজ করেন..হায় কত প্রশংসা, কত ভালবাসা।

আমি কয়েকমাস আগে ঢাকা গিয়ে বাংলানিউজ অফিসে দেখা করতে গিয়েছিলাম ওর সাথে...এই অনলাইনের বিশাল ক্যান্টিনে আড্ডা হলো,আপ্যায়ন করিয়েছে আপনের মতো...সাথে ছিল ওর আরেক সহকর্মী প্রভাষ, দুজনই আমাকে পাগলের মতো ভালবাসে,কি করে ভূলব! ফেরার সময় কানে কানে রনি বলেছিল...অনেকের চেয়ে ভাল করতে পারব, একটা প্রমোশন হয়ে যাবে...! তারপর আর কথা হয়নি, কিছুক্ষন আগে ওর দাফনও হয়ে গেল মাগুরায় গ্রামের বাড়িতে। পোড়া কপাল আমার, ওর মৃত্যু সংবাদ আমি পায়নি..যেতে পারলাম না, শেষবারের মতো দেখতে পারলাম না অহংকারহীন কাবু শরীরের হাস্যোজ্বল শ্যামলা রনি কে। রনির সাবেক সহকর্মীরা ইবি থেকে গিয়েছিল মাগুরায়,দাফন করে ফিরছে। থাক রনি তুমি মরোনি...তোমার মৃত্যু সংবাদ আমি সইতে পারব না। সাংবাদিকতায় তোমার প্রমোশনের খবর শুনব...আমি আর কিছু জানতে চাই না বুঝতে চাই না।

তোমার এই ছবি টাতেও তাকাতে পারছি না...বলো ছোট কি অভিমান করলে, কেন করলে...!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।