চারটি গ্র্যান্ড স্লামের বাইরে বিশ্বের অন্যতম বড় এই টুর্নামেন্টে সোমবার স্পেনের নাদালকে হারিয়ে চমক দেখান ইউক্রেনের অ্যালেক্স দোলগোপোলোভ। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়কে তিনি হারান ৬-৩, ৩-৬, ৭-৬ সেটে।
গত মাসেই রিও ওপেনের ফাইনালে নাদালের কাছে হারার প্রতিশোধ নিলেন দোলগোপোলোভ।
কামিলা জর্জি
নাদাল ও শারাপোভার বিদায়ে টুর্নামেন্টের গতবারের পুরুষ ও মহিলা এককের চ্যাম্পিয়ন ঝরে পড়লো।
উইম্বল্ডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ও সুইজাল্যান্ডের রজার ফেদেরার কঠিন লড়াইয়ের পর পরের রাউন্ডে উঠেছেন।
মেয়েদের বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী চীনের লি না সহজেই পরের রাউন্ডে উঠেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।