দক্ষিণ আফ্রিকার স্বর্ণজয়ী প্যারালিম্পিয়ান অস্কার পিস্টোরিয়াস বান্ধবীকে গুলি করার পর দরজা ভেঙে যখন তার কাছে পঁেৌছান তখন তিনি প্রসথেসিস [কৃত্রিম পা] পরা অবস্থায় ছিলেন না। আদালতে উপস্থাপিত ফরেনসিক তথ্যে এ কথা বলা হয়। পিস্টোরিয়াসের দাবির সঙ্গে এ বক্তব্য সাংঘর্ষিক। তখন তিনি কৃত্রিম পা পরা অবস্থায় ছিলেন বলে দাবি করেন।
গত বছর বিশ্ব ভালোবাসা দিবসে পিস্টোরিয়াস তার বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে নিজ গৃহে গুলি করে খুন করেন।
স্টিনক্যাম্পকে চোর মনে করে গুলি করেন বলে দাবি করেন পিস্টোরিয়াস। খুনের কথা অস্বীকার করেন তিনি। পিস্টোরিয়াস দুপাবিহীন একজন তারকা প্যারালিম্পিয়ান। ২০১২ সালে লন্ডন প্যারালিম্পিকে তিনি স্বর্ণ জয় করেন।
দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার একটি আদালতে খুনের অভিযোগে পিস্টোরিয়াসের বিচার চলছে।
বিচার দুই সপ্তাহে পা দিয়েছে। এতে একশ সাক্ষী তাদের বক্তব্য উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।