লাগেনা ভাল আর
আজকাল দেখি খেলার মাঠে ও বাড়ির ছাদে অনেক দেশের নানা রঙের পতাকা। কেউ কি জানেন যে বাংলাদেশে একটি জাতীয় পতাকা বিধিমালা বলে একটা আইন আছে?
জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ এর ৯ এর ১ ধারায় আছে...........
“বিদেশের জাতীয় পতাকা ঐ দেশের বাংলাদেশস্থ কুটনৈতিক মিশনের প্যধান কার্যালয় ভবন, কনস্যুলার কার্যালায়ে উত্তোলন করা যাইবে, কুটনৈতিক মিশনের প্রধানগণ তাদের দাপ্তরিক বাসভবন এবং মোটরগাড়িতে স্ব-স্ব জাতীয় পতাকা উত্তোলন করিতে পারবেন।”
এই ৯ ধারারই ৪ উপধারায় বলা হয়েছে, “উপরোক্ত বিধিসমূহ যাহা বর্ণনা করা হইয়াছে সেই ক্ষেত্র ছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট অনুমতি ব্যাতিরেকে কোন মোটর গাড়ী অথবা ভবনে বিদেশী পতাকা উত্তোলন করা যাইবে না।”
আমাদের দেশীয় কিছু জারজ প্রজাতি হরহামেশাই বলে খেলার সাথে রাজনীতি মেশাবেন না। আমি তাদেরকে বলি ওকে বান্দিরবাচ্চা, মেশাইলাম না। তয় তুই কিন্তু বাংলাদেশে থাকস। এই দেশে থাইকা বাংলার আইন না মানলে কিন্তু পিঠের চামড়া থাকবো না।
ভিনদেশী পতাকা আর কারো হতে দেখতে চাই না,
এই আইনের প্রয়োগ চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।