বুধবার রাতে গণভবনে এক অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বললেও কারো নাম উল্লেখ করেননি।
সম্প্রতি আইনজীবীদের অনুষ্ঠানে খালেদা জিয়া আওয়ামী লীগ সভানেত্রীকে ইঙ্গিত করে বলেছিলেন, “তিনি (হাসিনা) বলেন, গোপালীরা নাকি কপালী। হায়রে কপাল! গোপালী এখন ট্রেনে নয়, ক্রেনে। তাদের ক্রেন দিয়ে টেনে তুলতে হবে। ”
এরআগে, দশম সংসদ নির্বাচনের আগে বাড়ি থেকে বের হতে বাধা পেয়ে উত্তেজিত কণ্ঠে খালেদা এক নারী পুলিশ সদস্যের উদ্দেশে বলেছিলেন, “গোপালী না কি? গোপালগঞ্জ আর থাকবে না।
”
নিজের জেলা নিয়ে এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নির্বাচনের পর শেখ হাসিনা বলেছিলেন, গোপালীরা কপালী হয়।
পরে, আওয়ামী লীগ সভানেত্রী আরেক সভায় খালেদাকে ইঙ্গিত করে বলেন, “আমি যদি এখন বলি, গোলাপীরে গোলাপী, ট্রেন তো মিস করলি। ”
বুধবার গণভবনে কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন।
ওই সাক্ষাৎ অনুষ্ঠানে বক্তব্যে শেখ হাসিনা আরো বলেন, “তারা গোপালগঞ্জকে পছন্দ করে না। কারণ, তারা পরাজিত শক্তির সাথে থাকতে চায়।
এটাই হচ্ছে বাস্তবতা। ”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার বাংলাদেশের উন্নতিতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, “আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা। ”
অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।