বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
৩১ শে ডিসেম্বর রাত ১ টা ত্রিশ মিনিট,থার্টি ফাষ্ট নাইট অনুষ্ঠান শেষে অর্পা কে বাসা পৌছে দিয়ে বাসায় ফিরছিল নিলয়। সকাল ১০ টায় অর্পাকে নিয়ে ঘুরতে বেরুবে,কোথায় যাওয়া যায় আনমনে হাটছে আর ভাবছে নিলয়।
প্রায় বাসার কাছাকাছি চলে এসেছে,হঠাৎ কেউ নিলয়ের হাত থেকে মোবাইলটা ছোঁ মেরে নিয়ে অন্ধকারে হারিয়ে গেল। কিছুই ভাবার অবকাশ পেলনা নিলয়,শিট মোবাইলটা ছিনতাই হয়ে গেল। বাসায় ফিরে ঘুমিয়ে পড়ল নিলয়। সকালে ঘুম ভাঙ্গার পর নিলয় ঘড়িতে দেখল ১১.২০ টা বাজে। ওমাই গড অর্পা আজকে আমার খবর করে ছড়বে।
অন্যদিকে নিলয়ের মোবাইল বন্ধ পেয়ে নিলয়ের বাসার দিকে রওনা হল অর্পা। নিলয় তাড়াতাড়ি মায়ের মোবাইল থেকে অর্পার নাম্বারে ডায়াল করল। রিং হচ্ছে,নিলয় ভাবছে কি বলবে অর্পাকে,আজ নিশ্চিত ঝাড়ি খেতে হবে,হ্যালো..… ওপর প্রান্ত থেকে পুরুষ কন্ঠ ভেসে আসল-
হ্যালো আমি সার্জেন্ট মনির বলছি,কিছুক্ষণ আগে বাংলা মোটর মোড়ে একটি গাড়ী এক্সিডেন্ট করে,একটি মেয়ে সহ তিনজন স্পট ডেড,মেয়েটির মোবাইলে আপনি প্রথম কল করলেন,মেয়েটি যদি আপনার রিলেটিভ কেউ হয় তাহলে লাশটি সনাক্ত করে ঢাকা মেডিকেল মর্গ থেকে..…
নিলয় যেন আর কিছুই শুনতে পাচ্ছেনা,বাকরুদ্ধ হয়ে বসে আছে নিলয়। অপর প্রান্ত থেকে ভেসে আসছে হ্যালো হ্যালো হ্যালো..............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।