নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “তফসিল ঘোষণার পরে আচরণবিধি কার্যকর করি আমরা। এর পূর্ববর্তী সময়ে এ বিষয়ে আমাদের দেখার বিষয় নয়। ”
এর কয়েক ঘণ্টা আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনের বিধি-বিধান লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় সরকারি খরচে জনসভা করে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। এটা সম্পূর্ণভাবে আচরণ বিধি লঙ্ঘন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক দিনে ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি স্থানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো আয়োজিত জনসভায় অংশ নেন এবং বর্তমান সরকারে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
অবশ্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও গত কিছুদিন ধরে বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরে আগামী নির্বাচনে জনগণের সমর্থন চেয়ে আসছেন।
বর্তমান সংবিধান অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ জানান, অক্টোবরের শেষের দিকে ভোটের ‘কাউন্টডাউন’ শুরু হবে। তখন সময়সূচি নির্ধারণ নিয়ে কমিশন বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে।
“কোন মাসে ভোট হবে তা নির্ধাণ করিনি।
সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিষয়টি মাথায় রেখেই প্রস্তুত এগিয়ে চলছে। বাস্তবতার নিরিখে ভোটের তারিখ নির্ধারণ হবে। ”
জাতীয় সংসদের দল ও প্রার্থীর আচরণবিধিমালার ১২ ধারায় (প্রচারণার সময়) বলা হয়েছে, কোনো দল ও এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ ভোটের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রচারণা শুরু করতে পারবে না।
ইসি কর্মকর্তারা বলছেন, তফসিল ঘোষণার পর থেকে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত প্রচারের এই নিষেধাজ্ঞা।
তারা বলছেন, আচরণবিধি কার্যকর হয় ‘নির্বাচন-পূর্ব’ সময়ে।
‘নির্বাচন-পূর্ব’ সময় বলতে নির্বাচনী আইনে ‘সংসদের মেয়াদ উত্তীর্ণ বা সংসদ ভেঙে যাওয়ার পর থেকে পরবর্তী সংসদ নির্বাচনের ফল গেজেটে প্রকাশ পর্য ন্ত সময়কে বোঝানো হয়েছে।
আচরণবিধির ১৭ ধারায় নির্বাচনপূর্ব অনিয়মের জন্য শাস্তির বিধানও রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।