আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।
সম্বাদিক গো লইয়া আইনজীবী ও বিচারপতিরা যে মজা লুটলো, আম জনতা তা দেইখা ব্যাপক বিনুদন পাইলো। গত কয়দিন ধইরা টান টান উত্তেজনা, তয় সিনেমার না, কুকামের!
সুশীল গো কোনো বিবৃতি দেইখলাম না। সরকার ও বিরোধি পক্ষেরও না।
সবাই মনে লয় সম্বাদিক আদালত পাড়ায় নিয়া খুব মজা লইলো। আর মনে মনে কইলো- পাইছ মাম্মা! কিন্তু কি পাইবো, সব তো ধান্ধাবাজ।
কিন্তুক ধরেন কাইলকা কোনো মুন্ত্রি, সাবেক মুন্ত্রি কিম্বা প্রতাপশালী কারো বিচি আটকা পরলো- সঙ্গে সঙ্গে ফোনাইবো- হ্যালো... অনেক দিন দ্যাখা নাই। আসো না, একটু গল্প করি, চা খাই! তারপর বুক থাপড়ায়া মনের কতা কইবো, শেষ কালে হাতটা চাইপা কইবো, তুমারে খুব বালা জানি, আমার লাইগা এ রিপুর্টটা এট্টু কইরা দাও!
সম্বাদিকরা এই রিকুয়েস্টটা ফালাইতে পারবনা, যত্ত খারাপই হোক না ক্যান,পারবো না। কইরা দিবো একটা রিপুট।
এই মানবিক দিকটা এখনো রহিত হয় নাই, সম্বাদিক গো। তয় তাদেরও মানুষ না অইয়া উকিল অওন দরকার।
রোক মামার কতা কই। মাত্র আইনজীবি সমুতির সভাপতি অইছে। ২০০২ বা ০৩ সালের দিকে।
বাংলামোটরে চেম্বারে। নিউজটা ধরাইবার লাইগা কয়বার ফুন করছে, শেষ নাই। আইজ এ সভা, কাইল ওই সভা, এট্টু কভারেজ লাগবো। দিছে, সম্বাদিকরা। কিন্তু রোকন মামা খুব মাইন্ড খা্ইছে।
ক্যান খাইছে জানি না।
মনে লয়, তার বাড়া ভাতে ছাই দিছে কেউ! নইলে বয়স হইছে তো, তাই এট্টু প্রবলেম চলতাছে।
এ বিষয়ে তসলিমা খালা (তসলিমা নাসরিন) ভালো ব্যাখ্যা দিতে পারবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।