আমাদের কথা খুঁজে নিন

   

আসছে 'জোনাকির আলো'

'জোনাকির আলো' ছবির কাজ শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু মুক্তি আটকে ছিল। এবার সিদ্ধান্ত পাকা। আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু।

তিনি বললেন, 'আমার এ ছবির দৃশ্যগুলোতে রঙের উপস্থাপনা আলাদাভাবে চোখে পড়বে দর্শকদের। তাই উৎসবকে সামনে রেখে ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম। ৪ এপ্রিল এ ক্ষেত্রে যথাযথ সময়। ছবিটি মুক্তির ১০ দিন পরেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তার এক দিন আগে আছে চৈত্র-সংক্রান্তি।

সব মিলিয়ে ছবিটির সাফল্য নিয়ে আমি বেশ আশাবাদী। '

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন ইমন, বিদ্যা সিনহা মিম ও কল্যাণ। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের শিশুদর্শনকে কেন্দ্র করে এর গল্প লেখা হয়েছে। এতে আরও অভিনয় করছেন দিতি, মিতা চৌধুরী, তারিক আনাম খান, করভী মিজান, গাজী রাকায়েত, শামস সুমন, মাসুদ আলী খান ও শিশুশিল্পী ফারহান। পরিচালনার পাশাপাশি এ ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা ও সম্পাদনা করেছেন খালিদ মাহমুদ মিঠু।

২০১২ সালের মার্চে শুরু করে 'জোনাকির আলো'র দৃশ্যধারণ হয়েছে দশ মাস। এর গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, আগুন, পড়শী, কণা, ইবরার টিপু, হায়দার হোসেন ও ন্যান্সি। সংগীত পরিচালনা করেছেন হায়দার হোসেন, ইমন সাহা, ইবরার টিপু ও সাদ। গান লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, জুয়েল মাহমুদ, ইউসুফ আল মামুন, কবির বকুল।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত দ্বাদশ এশিয়ান চলচ্চিত্র উৎসবে 'অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড' পায় 'জোনাকির আলো'।

৭ জানুয়ারি এই উৎসবে এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.