ভারতীয় চামচা মুক্ত ব্লগ
আইয়ুব বাচ্চু/এবি; তার সম্পর্কে আর বেশী কিছু বলার দরকার আছে বলে মনে হয় না। বাংলাদেশে এই নামটি জীবনে কেউ একবার শোনেনি এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর হবে। স্বাধীন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কীর্তিমান, যেটা অসংখ্য লোক একবাক্যে স্বীকার করে। আমরা বাঙ্গালীরা(গুটিকয়েক মূর্খ বাদে) যে কয়েকটি বিষয় নিয়ে বিশ্বদরবারে বুক ফুলিয়ে গর্ব করতে পারি তার মধ্যে আইয়ুব বাচ্চু অন্যতম। উদাহরণস্বরুপ, মাইকেল মধূসদন দত্ত যেমন বাংলা ভাষায় সনেটের প্রবর্তক তেমনি আইয়ুব বাচ্চু বাংলা ভাষায় রক মিউজিকের প্রর্বতক।
তিনি আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের অহংকার। তিনি তরুণদের মনের রাজা/হিরো, তিনি বিশ্বের অঅন্যতম সেরা গিটারিস্ট।
মনের আবেগে অনেক কথাই বললাম; এবার আসি আসল কথায়, তিনি কি এ আর বহমানের চেয়ে ভালো লাইভ পারফর্ম করতে পারবেন না?
আমি জীবন বাজি ধরে বলতে পারি, যদি এআর রহমানের চেয়ে আইয়ুব বাচ্চু ভালো পারফর্মেন্স করতে না পারেন তাহলে নিজে নিজেই ফাঁসিতে ঝুলুম। নিচের কয়েকটা লাইভ পারর্ফমেন্স(এআর রহমানের মতো লিপসিং না) দেখে বিবেচনা করুনঃ-
দোষ একটাই তিনি বাংলাদেশী।
জনৈক মনষী বলেছিলেন:-"যে জাতি গুনের কদর করতে জানে না, সে দেশে গুনী জন্মায় না"
এআর রহমানের লাইভগুলো ইউটিউবে দেখে নিয়েন, অনেক পাবেন।
ধন্যবাদ। শুভ রাত্রি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।