একটা সময় ছিল যখন ঢাকার যেখানে কনসাট' হত সেখানেই পৌঁছে যেতাম বন্ধু দের নিয়ে। ব্যান্ড এর গানের ভক্ত আমি অনেকদিন থেকে;বলতে গেলে সেই ছোট বেলা থেকেই। সোলস এর গান যখন আব্বু কিনেছিলেন তখন আমি আসলেই অনেক অনেক ছোট কিন্তু মন শুধু মন ছুঁয়েছে গানটি অনেক শুনেছি আমি তখনও এখনও শুনি আরো শুনবো। এরপর নিজের টাকা দিয়ে মনে হয় প্রথম কিনেছিলাম ফিডব্যাক এর গান, এরপর এল অবসকিওর, ডিফরেন্ট টাচ আরো অনেক ব্যান্ড। মাইলস যদিও অনেক আগে থেকে গান গাইত কিন্তু মাইলসের গান শুনি সম্ভবত ৯১ এ প্রথম, এরপর তো মাইলস এর এমনই ভক্ত হই যে কোন গান তাঁদের আমি মিস করিনি।
এল আর বি, জেমস এর ফিলিংস এবং আরো অনেক ব্যান্ড এর গান শুনতে শুনতে আর গাইতে গাইতে বেড়ে ওঠা।
এখন আর তেমন কনসাট' দেখিনা। নতুন ব্যান্ড এর গান ও যে খুব শুনি তা না। এর মধ্যেও ব্লাক, আট'সেল, ওয়াটসন ব্রা দাস', মেটাল মেজ, ক্রিপটিক ফেইট এরকম আরো বেশ কিছু ব্যান্ড এর গান শুনি মাঝে মাঝে ভালোও লাগে। তবে কিছুদিন থেকে ভাবছিলাম যে ব্যান্ড সংগীত এ আমাদের দেশের আগের মত ভাল অবস্হা আর নেই।
কিন্তু গতকালকে রাতে ডিজুস রকস্টার সাচ' এর ফাইনাল রাউন্ডের একটি অনুষ্ঠান দেখলাম। তিনটি ব্যান্ড গাইলো ছয়টি গান, ব্যান্ড গুলির নাম সম্ভবত দৌড়, পাওয়ার সাজ' এবং রেডিও একটিভ। এদের গান শুনে আমি তো অবাক। পাওয়ার সাজ' আর রেডিও একটিভ তো অসাধারণ। দৌড় ও ভাল।
এরা সবাই দেখলাম খুবই ছোট বয়সে অথচ বাজায় খুব ভালো। বলতে দি্বধা নেই অনেক বড় বড় তারকা ও এত অল্প বয়সে এত ভালো বাজাতেন কিনা আমার সন্দেহ আছে।
রেডিও একটিভ এর একটি গান আমার খুবই ভাল লেগেছে। গানটির টাইটেল সম্ভবত "যদি কখনো"। এত সুন্দর কম্পোজিশান সতি্য আমি অনেক দিন শুনিনি।
ছেলেটা গাইল এত সুন্দ্র এই রক ব্যালাড টাইপের গানটি। অনুষ্টানের জাজ মাইলসের হামিন বললেন ও যে যদি কাউকে আমার প্রেমের গান শোনাতে হয় তাহলে এই গানটা শোনাবো। ভোকাল ছেলেটা গানটা শেষ করল বাঁশি বাঁজিয়ে। দারুণ লাগল।
প্রোগরাম টা দেখে মনে হল আমাদের দেশের ব্যান্ড সংগীত এগোছ্ছে।
আর এই নতুনরা আরো অনেকদূর যাবে। এই উপমহাদেশ এ আমাদের ব্যান্ড সংগীত সবসময়ই সেরা, তবে আমি জানি এরা বিশ্বমানের গান বানাবে শীঘ্রই। শুভকামনা রইলো সকল নতুন ব্যান্ডের জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।