বগুড়ার বনানী-মাটিডালি সড়ক সংস্কার কাজে চরম অনিয়ম চলছে। রাতে মেরামত, দিনে পিচ-পাথর উঠে যাচ্ছে। এটাকে অনেকে পুকুর চুরির সাথে তুলনা করেছেন। এমনিভাবেই চলছে বগুড়া শহরের বুক চিরে যাওয়া প্রধান সড়কের কাজ। তবে ঠিকাদারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
জানা যায়, বিগত বিএনপি সরকারের আমলে বনানী থেকে মাটিডালি পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তা সমপ্রসারন কাজ করা হয়। ওই রাস্তা নির্মাণের পর সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে মাটিডালি পর্যন্ত মেরামত কাজ করা হলেও সাতমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত মেরামতের ছোঁয়া পড়েনি। ফলে রাস্তার অনেক স্থান দেবে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্ষা মৌসুমের আগে তা মেরামত করতে না পারলে রাস্তার ফাটল ধরা স্থানের মধ্যে দিয়ে পানি প্রবেশ করে আরও বড় বড় ক্ষত সৃষ্টি হতে পারে। এই আশংকা থেকে বগুড়া সড়ক ও জনপথ বিভাগ বেশি ক্ষত স্থানগুলো মেরামতের উদ্যোগ নেয়।
এ জন্য ৭শ' মিটার জায়গা বিটুমিনাস কার্পেটিং করতে ১৪ লাখ টাকা টেন্ডার আহ্বান করে সড়ক বিভাগ। আজিজ আহম্মেদ রুবেল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। তারা গত বুধবার রাতে সাতমাথা থেকে কাজ শুরু করে। কিন্তু ওই রাতেই পাথর কুচি বিটুমিন থেকে বিচ্ছিন্ন হয়ে উঠে যায়। এরপর বগুড়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে যান।
তিনিও দেখতে পান পাথর কুচি বিটুমিন থেকে আলাদা হয়ে গেছে। তিনি ঠিকাদারকে তা পুনরায় মেরামতের নির্দেশ দেন।
বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, ঠিকাদার কাজটি পুনরায় করে দেয়ার প্রতিশ্রতি দিয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।