-----
বিগ ব্যাং এর সমন্ধে কোন কিছুই বলার প্রয়োজন নেই, বিগ ব্যাং সমন্ধে একেবারেই বেসিক নলেজ নেই এমন লোক অন্তত এই ব্লগে খুজে পাওয়া যাবে না। তবে অনেক ব্যাপারই আছে যা আমরা জানি না, যেমন বিগ ব্যাং ঘটেছিল প্রায় ১৩.৭ বিলিয়ন বছর আগে এবং যার স্থায়িত্ব কাল ছিল খুবই অল্প, মাত্র কয়েক সেকেন্ড এবং সেই সময়ে যে শব্দের সৃষ্টি হয়েছিল যা আজও আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে। এবং আমরা সবাই সেই বিলিয়ন বিলিয়ন বছর আগের শব্দ প্রায় প্রতিদিনই শুনে থাকি। কিন্তু আমরা জানি না যে আমরা এই মহাবিশ্বের একটা দারুন জিনিস শুনতে পাই, সৃষ্টির সময়ের শব্দ । এই শব্দ সেই সময় থেকে বা সেই বিস্ফোরন এর সময় থেকে আলোর মাধ্যমে বাহিত হয়ে আমাদের চারপাশে ছড়িয়ে আছে।
এই শব্দ শুনতে আপনার বড় কোন এন্টেনা বা ট্রান্সপোন্ডার এর দরকার নাই বা হাবেল টেলিস্কোপ এর মত কোন দামি যন্ত্র ও দরকার নাই। আপনার যা দরকার তা হল একখানা রেডিও বা টিভি বা মোবাইল যাতে রেডিও আছে। আপনাকে যা করতে হবে, টিউন না করে ঝির ঝির করার শব্দ শুনুন। হ্যা এটাই হল সেই মহাজাগতিক শব্দ। যা আপনি শুনছেন, আশা করি এরপর থেকে এফ. এম শোনার সময় এফ. এম ডিস্টার্ব দিলে আর এত বিরক্ত হবেন না।
বিগ ব্যাং এর সময় কি হয়েছিল তা বুঝার চেষ্টা করুন, কল্পনা করার চেষ্টা করুন চারিদিকে আগুনের গোলা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে।
সূত্র: গুগলরে জিগান গিয়া
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।