আমার অনেক দিনের পরিচিত দোস্তের সাথে দেখা করতে গেলাম আজ গুলশানের ভিলেজ রেষ্টুরেন্টে। ,আমার দোস্ত বড় লোকের বিরাট পোলা। কলেজ লাইফেই দেখতাম সব সময় পার্ট লইয়া চলতো। আজ আমার দোস্ত আসলো আউডি ব্রান্ডের লেটেষ্ট গাড়ি নিয়া । যার বাজার মূল্য কোটি টাকার মতো হবে।
আর আমি আসলাম পায়ে হেটে।
খাবার খাচ্ছি আর মনে মনে ভাবছিলাম শালার কি এক ভাগ্য নিয়ে দুনিয়াতে আসলাম। আমার পিছনে বইসা অংক দেখানোর জন্য ম্যা ম্যা করতো যে পোলা সে আসে আঊডি চালায় আর আমি আসি পায়ে হেটে হয়তো বেশী হইলে আমার সাদা সস্তা দামের মাইক্রোটাই নিয়া আসতাম এই যা।
কেনো যে এত হতভাগা!!! এসব ভাবতে ভাবতে অনেক খাবার খেয়ে বিদায় নিয়ে আবার হেটেই বাসার দিকে রওয়ানা হলাম। সুখাদ্যের ঢেকুর দিয়ে যখন মনে মনে নিজের ভাগ্যকে দোষারোপ করতে করতে বাসার গেইটে আসলাম।
দেখলাম আমাদের দারোয়ান চাচা এই শীতের দিনে পান্তাভাত মরিচ আর পেয়াজ দিয়ে কষ্ট করে গিলছেন আর শীতে কাঁপছেন।
চোখের পানি ধরে রাখতে পারছিনা,হে দয়াময় আমি ক্ষমাপ্রার্থী তোমার দেয়া হাজার নেয়ামতের কথা আমি দিব্বি ভুলে বসে আছি। কোরআনের একটি আয়াতই শুধু মনে আসছে ......... এরপর তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে.........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।