আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া : যুক্তরাষ্ট্রের অস্বীকার

ইউক্রেনের স্বশাসিত অঞ্চল ক্রিমিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। তবে এ খবরের সত্যতা অস্বীকার করেছে দেশটি। পাশ্চাত্যপন্থী আন্দোলনের জের ধরে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর সম্প্রতি ক্রিমিয়ায় সেনা পাঠায় রাশিয়া। আর এসব সেনার ওপর নজরদারি করার জন্য মার্কিন সরকার ক্রিমিয়ার আকাশে অনবরত গোয়েন্দা ড্রোন পাঠাতে থাকে।

 

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সমরাস্ত্র ও প্রযুক্তি সংক্রান্ত গ্রুপ রোস্তেক শুক্রবার বলেছে, তারা ক্রিমিয়ার আকাশে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।

মস্কোভিত্তিক এ গ্রুপটি জানায়, মার্কিন ড্রোনটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪,০০০ মিটার উঁচুতে উড়ছিল এবং খালি চোখে এটি দৃশ্যমান ছিল না। কিন্তু জটিল রেডিও-ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে মার্কিন নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ‘প্রায় অক্ষত অবস্থায়’ এটিকে ভূপৃষ্ঠে নামিয়ে আনা হয়।

 

রোস্তেক আরো জানায়, মার্কিন গোয়েন্দা ড্রোনটি হচ্ছে ইউভি এমকিউ-৫বি মডেলের এবং ব্যাভারিয়ায় মোতায়েন যুক্তরাষ্ট্রের ৬৬তম গোয়েন্দা ব্রিগেড এটি ব্যবহার করছিল।  কিন্তু এতটা প্রমাণ দেয়ার পরও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এ দাবির পেছনে সত্যের 'লেশমাত্র' নেই।

 

এর আগে ২০১১ সালের ডিসেম্বরে প্রায় অক্ষত অবস্থায় একটি মার্কিন গোয়েন্দা ড্রোন মাটিতে নামিয়ে এনেছিলেন ইরানি বিশেষজ্ঞরা।

প্রথমে তেহরানের এ দাবি সরাসরি অস্বীকার করে মার্কিন কর্তৃপক্ষ। পরবর্তীতে ইরান ড্রোনটির ছবি ও ভিডিও চিত্র প্রকাশ করলে ওয়াশিংটন চুপ মেরে যায় এবং এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তেহরানের কাছে ড্রোনটি ফেরত চান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.