আমাদের কথা খুঁজে নিন

   

হোটেলে মরা-পচা মুরগি: জামাই-শ্বশুরের সাজা

জয়দেবপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান, রোববার রাতে চান্দনা চৌরাস্তা এলাকার ‘সুরমা হোটেলে’ অভিযান চালানো হয়।  

সাজাপ্রাপ্তরা হলেন- হোটেল মালিক স্থানীয় কাশেম আলী (৫০) ও তার জামাতা নওগাঁ জেলার রানীনগর এলাকার আবু রেজা (২৮)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. আরেফিন এই দুজনকে তিন মাস করে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক মাসের সাজা দিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছে, রেজা তার শ্বশুরের হোটেলের ব্যবসা দেখাশোনা করেন।  

এসআই জহিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে মারুফ নামে এক ব্যক্তি ওই হোটেলে মুরগির গ্রিল খাওয়ার সময় পচা গন্ধ পান এবং বমি করে দেন। এ নিয়ে হোটেলে হট্টগোল শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের ভেতরে তল্লাশি চালায় এবং সাতটি মরা ও পঁচা মুরগি জব্দ করে। এ সময় হোটেল মালিক কাশেম ও তার জামাই রেজাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দেয়া হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.