সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৩ রান করে শ্রীলঙ্কা।
বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেয়া মাহেলা জয়াবর্ধনে (২০ বলে ৩০), অধিনায়ক দীনেশ চান্দিমাল (২৫ বলে ২৯,) নুয়ান কুলাসেকারা (১৪ বলে অপরাজিত ২১) ও থিসারা পেরেরা (১১ বলে অপরাজিত ১৮) শ্রীলঙ্কানদের লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে সাহায্য করেন।
সপ্তম উইকেটে ১৮ বলে ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন কুলাসেকারা ও পেরেরা।
২২ রানে ৩ উইকেট নেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
জবাবে গত ১৪ মাসে মাত্র একটি টি-টোয়েন্টি খেলা ভারত ইনিংসের শেষ বলে ১৪৮ রানে অলআউট হয়ে যায়। সুরেশ রায়না ৩১ বলে ৪১ ও যুবরাজ সিং ২৮ বলে ৩৩ রান করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।