''ভাই,আপনি পাকিস্তান না ইন্ডিয়া?'' ''আমি পাকিস্তান'',''না আমি ইন্ডিয়া''...ভারত-পাকিস্তান এর খেলার সময় আমাদের দেশে এই কথোপকথন একেবারেই স্বাভাবিক। । ভারত-পাকিস্তান খেলার সময় ফেসবুক,ব্লগ সব জায়গায় এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যায়। যেন এই খেলা জীবনমরণ এর মতো সমস্যা। ।
অথচ এদের অনেকেই বাংলাদেশের খেলার দিন তারিখ ও জানেনা। । খেলা দেখবা না জিজ্ঞেস করলে বলে-''ধুর,এইটা কোন খেলা হইলো?জানা কথা বাংলাদেশ হারবো। । ''খেলাই দেখেনা আর ম্যাচ এর ফল ও বলে দিচ্ছে।
। আজিব!!!অথচ বিজয় দিবস,একুশে ফেব্রুয়ারীতে;দেশ,দেশের খেলোয়াড়,দেশের খাবার সবকিছুর প্রতি এতোই ভালোবাসা উথলে উঠে যে কি বলবো। । যদি সত্যিই দেশকে ভালোবাসেন,তাহলে জীবনের প্রতিটি দিন,প্রতিটি ক্ষণই দেশকে সাপোর্ট করুন,না কোন দিবস বা উৎসব উপলক্ষে। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।